ঘড়িতে ১১টা ৩ মিনিট হতেই শান্তিকুঞ্জ থেকে বেরলেন শুভেন্দু! কারণ আছে, বলছেন অনুগামীরা
রাজনীতির নতুন যাত্রা শুরু আগে রীতিমতো পাঁজি দেখে শুভ সময়েই ঘর থেকে বাইরে পা রেখেছেন তিনি। এমনটাই জানা গিয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রে।
মেদিনীপুর: দীর্ঘ জল্পনার অবসান ঘটিয়ে এদিন শেষ পর্যন্ত বিজেপিতেই (BJP) যোগ দিলেন রাজ্যের প্রাক্তন পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এতদিন তাঁর প্রতিটা মুহূর্তই কার্যত বন্দি হয়েছে সংবাদ মাধ্যমের ক্যামেরায়। তবে রাজনীতির নতুন যাত্রা শুরু আগে রীতিমতো পাঁজি দেখে শুভ সময়েই ঘর থেকে বাইরে পা রেখেছেন তিনি। এমনটাই জানা গিয়েছে শুভেন্দু ঘনিষ্ঠ সূত্রে।
আজ ছিল শনিবার। পঞ্জিকা মতে, আজকের দিনে কোনও যাত্রা শুরু করার শুভ সময় ছিল বেলা ১১টা ৩-এর পর। ব্রাক্ষ্মণ পরিবারের ছেলে শুভেন্দু সর্বদাই বড় কোনও কাজের ক্ষেত্রে দিন-ক্ষণ-তিথি মেনে চলেন। সেই মতে শনিবার ১১টা ৩-এর পর থেকেই শুরু হয়েছিল শুভ মুহূর্ত। সেই হিসেবেই শনিবার দুপুর ১২টা ১০ মিনিটে অমিত শাহের সভামঞ্চ থেকে বিজেপিতে যোগ দেওয়ার জন্য ১৫ নম্বর ওয়ার্ডের শান্তিকুঞ্জ থেকে বের হন।
আরও পড়ুন: শুভেন্দু-‘ভাইরাস’ বিদায়ের পরই ডিজে নিয়ে রাস্তায় নাচ মদনের!
এদিন মেদিনীপুরের সভামঞ্চের উদ্দেশে রওনা হওয়ার আগে শান্তিকুঞ্জতেই মন্দিরে পুজো দিয়ে সেই মন্দিরের গেরুয়া রঙের সিঁদুর কপালে ধারণ করে নেন। এরপরই রওনা দেন মেদিনীপুর শহরের কলেজ মাঠের উদ্দেশে। তাঁর পরনে ছিল সাদা পাঞ্জাবি-পায়জামা। সঙ্গে নীল রঙের জহরকোট।
আরও পড়ুন: ‘তোলাবাজ ভাইপো হঠাও’, বিজেপিতে যোগ দিয়েই সুর চড়ালেন শুভেন্দু