Shooting in US: মার্কিন মুলুকে বন্দুকবাজের হামলায় হত ৩, আহত ২ পুলিশ আধিকারিক
Shooting in US: ফের বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে। নিউ মেক্সিকো শহরে বন্দুকবাজের গুলিতে ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও অনেকে।
লস অ্যাঞ্জেলস: ফের আরও একবার বন্দুকবাজের হামলা মার্কিন মুলুকে। মার্কিন যুক্তরাষ্ট্রে এহেন ঘটনা যেন জলভাত হয়ে গিয়েছে। সোমবার নিউ মেক্সিকো শহরে বন্দুকবাজের হামলায় অন্ততপক্ষে তিনজনের মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। এই হামলায় দুই পুলিশ আধিকারিকও জখম হয়েছেন। এই হামলায় অভিযুক্তকে ঘটনাস্থলেই পাকড়াও করে খতম করা হয়েছে।
নিউ মেক্সিকো শহরের ফার্মিংটন এলাকায় গির্জার বাইরে পথ চলতি জনতার উপরে গুলি চালায় ১৮ বছরের এক যুবক। ৩ জন মারা গিয়েছে। জখম হয়েছে ৬ জন। যার মধ্যে দু’জন পুলিশ আধিকারিক। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে শহর জুড়ে। ফলে নিউ মেক্সিকোর একাধিক স্কুলেই অস্থায়ীভাবে লকডাউন ঘোষণা করা হয়েছে। নিউ মেক্সিকো শহরের কোথায় এবং কীভাবে এই হামলার ঘটনা ঘটেছে সেই বিষয়ে বিস্তারিত এখনও কিছু জানা যায়নি। তবে রাজধানী সান্টা ফে থেকে ৩২০ কিলোমিটার দূরে ফার্মিংটন শহরের আধিকারিকরা জানিয়েছেন, ঘটনাস্থলেই আটক করা হয় অভিযুক্তকে। গুলি করে তাকে হত্যাও করা হয়েছে। ফলে বাসিন্দাদের আর কোনও আতঙ্ক থাকার কথা নয়।
ফার্মিংটন পুলিশ ডিপার্টমেন্টের তরফে ফেসুবক পোস্টে একটি বিবৃতি প্রকাশ করে বলা হয়েছে, বন্দুকবাজের হামলায় অন্ততপক্ষে ৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন অনেকে। গুলি চালানোর ঘটনা ঘটতেই সেখানে পৌঁছন পুলিশ আধিকারিকরা। এই ঘটনায় দুই আধিকারিক আহতও হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তাঁরা। ওই পুলিশ আধিকারিকদের শারীরিক অবস্থা স্থিতিশীল বলেই জানা যাচ্ছে। তবে ফার্মিংটন মিউনিসিপ্যাল স্কুল জানিয়েছে, তাদের স্কুলের সব পড়ুয়া ও কর্মীরা সুরক্ষিত আছেন। এই বন্দুকবাজের হামলার পর সাময়িকভাবে স্কুলে লকডাউন ঘোষণাও করা হয়। তবে সোমবার বিকেল থেকেই পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করে। উল্লেখ্য, বন্দুকবাজের হামলার ঘটনা মার্কিন মুলুকে দিনে দিনে বেড়েই চলেছে। এই বছরে এখনও পর্যন্ত ২১৫ টি বন্দুকবাজের হামলার ঘটনার নজির মিলেছে।