Gunman Attack: বাল্টিমোরের পার্টিতে বন্দুকবাজের হামলায় মৃত ৪, আহত ২৫
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ব্রুকলিন দিবস পালনের জন্য ওই পার্টির আয়োজন করা হয়েছিল। মূলত স্থানীয় যুবক যুবতীরা হাজির হয়েছিলেন সেখানে। সেই পার্টি চলার সময়ই স্থানীয় সময় মধ্যরাতে গুলিচালনার ঘটনাটি ঘটেছে।
বাল্টিমোর: আমেরিকায় বাল্টিমোরে চলছিল সপ্তাহান্তের পার্টি। সেই উপলক্ষ্যে প্রচুর মানুষ যোগ দিয়েছিলেন সেখানে। সেই পার্টিতেই হামলা চালায় এক বন্দুকবাজ। সেই বন্দুকবাজের হামলায় অন্তত ৪ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন প্রায় ২৫ জন। জানা গিয়েছে বাল্টিমোরের ওই পার্টিতে প্রায় ১০০ জন উপস্থিত ছিলেন। সে সময় এক বন্দুকবাজ সেখানে ঢুকে প্রায় ৩০ রাউন্ড গুলি চালায়। এর জেরেই চার জনের মৃত্যু হয়েছে।
স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন সূত্রে জানা গিয়েছে, ব্রুকলিন দিবস পালনের জন্য ওই পার্টির আয়োজন করা হয়েছিল। মূলত স্থানীয় যুবক যুবতীরা হাজির হয়েছিলেন সেখানে। সেই পার্টি চলার সময়ই স্থানীয় সময় মধ্যরাতে গুলিচালনার ঘটনাটি ঘটেছে। ঘটনায় আহত ও মৃতেরা সকলেই যুবক-যুবতী।
খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় বাল্টিমোর পুলিশ বাহিনী। ঘটনাস্থলে এখনও রয়েছে পুলিশ। তবে ইএ ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। অভিযুক্ত বন্দুকবাজকে চিহ্নিত করার চেষ্টা চলছে বলে জানানো হয়েছে বাল্টিমোর পুলিশের তরফে।