Dutch King: উপনিবেশ আমলে দাসপ্রথার জন্য ক্ষমা চাইলেন নেদারল্যান্ডের রাজা
এ বিষয়ে নেদারল্যান্ডের রাজা বলেছেন, “এই দিনে আমরা স্মরণ করছি দাসপ্রথার সঙ্গে জড়িয়ে থাকা নেদারল্যান্ডের ইতিহাস। মানবতার বিরুদ্ধে এই অপরাধের জন্য ক্ষমা চাইছি আমরা।”
আমস্টারডাম: একটা সময় ছিল যখন ইউরোপের দেশগুলি বিশ্বের বিভিন্ন দেশে নিজেদের ঔপনিবেশিকতা কায়েম করেছিল। ভারত ছিল অন্যতম। এই সব এলাকা দখলের পাশাপাশি সেখানকার বাসিন্দাদের স্লেভ বা দাস বানাতো ইউরোপের দেশগুলি। দাসপ্রথা দীর্ঘ দিন ধরেই চালু ছিল ইউরোপে। তবে মানবতার বিকাশের সঙ্গে সঙ্গে সেই দাসপ্রথার বিলুপ্তি হয়েছে অনেক দিন আগেই। নেদারল্যান্ডেও এই প্রথার বিলুপ্তি হয়েছে ১৬০ বছর আগে। এ রকম একটি অমানবিক প্রথার সঙ্গে যুক্ত থাকার জন্য ক্ষমা চাইলেন ডাচ কিং উইলিয়েম আলেক্সজান্ডার। শনিবার সে দেশে ছিল দাসপ্রথা অবলুপ্তির ১৬০ বছর। সেই উপলক্ষে এক অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষমা চেয়েছেন নেদারল্যান্ডের রাজা।
এ বিষয়ে নেদারল্যান্ডের রাজা বলেছেন, “এই দিনে আমরা স্মরণ করছি দাসপ্রথার সঙ্গে জড়িয়ে থাকা নেদারল্যান্ডের ইতিহাস। মানবতার বিরুদ্ধে এই অপরাধের জন্য ক্ষমা চাইছি আমরা।” আমস্টারডামের অস্টারপার্কের সেই অনুষ্ঠানে দাসপ্রথার বিলুপ্তির বিষয়টি ঘোষণা করতেই হাততালি দেন সেখানে উপস্থিত দর্শকরা। এশিয়া সহ ঔপনিবেশিকতার সময়ে দাসপ্রথার জন্য ক্ষমা প্রার্থনা করেছেন ডাচ রাজা। এর আগে ২০২০ সালে ‘মাত্রাতিরিক্ত হিংসার’ জন্য ইন্দোনেশিয়ার কাছে ক্ষমা চেয়েছিলেন তিনি।
দাসপ্রথার বিষয়টি নিয়ে গত বছর ডিসেম্বর মাসে ক্ষমা চেয়েছিলেন নেদারল্যান্ডের প্রধানমন্ত্রী মার্ক রুট্টে। তবে এর জন্য ক্ষতিপূরণ দেওয়ার বিষয়টি তিনি অস্বীকার করেছিলেন তিনি।