মার্কিন মুলুকে হামলায় মৃত ৮ জনের মধ্যে ৪ জন শিখ, ‘যথা সম্ভব সাহায্যের’ আশ্বাস ভারতের
৪ শিখ ধর্মালম্বীর মৃত্যু ছাড়াও হামলায় আঘাত পেয়েছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত হরপ্রিত গিল।
![মার্কিন মুলুকে হামলায় মৃত ৮ জনের মধ্যে ৪ জন শিখ, 'যথা সম্ভব সাহায্যের' আশ্বাস ভারতের মার্কিন মুলুকে হামলায় মৃত ৮ জনের মধ্যে ৪ জন শিখ, 'যথা সম্ভব সাহায্যের' আশ্বাস ভারতের](https://images.tv9bangla.com/wp-content/uploads/2021/04/S-jaishankar.jpg?w=1280)
নয়া দিল্লি: একের পর এক বন্দুকবাজের হামলা হচ্ছে মার্কিন (USA) মুলুকে। বৃহস্পতিবার রাতেই রক্তাক্ত হয়েছিল আমেরিকার ইন্ডিয়ানাপোলিস। এক বন্দুকবাজের হামলায় কমপক্ষে আটজনের মৃত্যু হয়েছিল, আহত হয়েছিলেন বেশ কয়েকজন। মৃত ৮ জনের মধ্যে ৪ জন শিখ ধর্মালম্বী বলে জানা গিয়েছে। বন্দুকবাজের হামলায় ৪ শিখের মৃত্যুর ঘটনায় সেখানকার স্থানীয় কর্তৃপক্ষকে ‘যথা সম্ভব সাহায্য’ করার কথা জানিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর।
যে ফেডএক্স অফিসে হামলা হয়েছে, সেখানে ৯০ শতাংশ কর্মচারীই ভারতীয় বংশোদ্ভূত। সেখানে বন্দুকবাজের হামলায় যে ৪ জন শিখ ধর্মালম্বীর মৃত্যু হয়েছে তাঁরা হলেন ৬৬ বছর বয়সী অমরজিত জোহাল, ৬৪ বছর বয়সী জসবিন্দর কৌর,৪৮ বছর বয়সী অমরজিত স্খোন, ৬৮ বছর বয়সী যশবিন্দর সিং। সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে, মৃতদের মধ্যে ৩ জন মহিলা।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১১টা নাগাদ ইন্ডিয়ানাপোলিস আন্তর্জানিক বিমানবন্দরের কাছেই অবস্থিত ফেডএক্স অফিসের সামনে আচমকাই উপস্থিত হয় ১৯ বছর বয়সী সেই বন্দুকবাজ। সেই সময় ঘটনাস্থলে উপস্থিত সকলকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করেন। পরে নিজেও বন্দুকের গুলিতেই আত্মহত্যা করে নেয়। এই হামলার ঘটনায় দুঃখপ্রকাশ করেছেন পঞ্জাবের মুখ্যমন্ত্রী ক্য়াপ্টেন অমরিন্দর সিং। টুইটে তিনি লিখেছেন, “ফেডেক্স হামলায় ৮ জনের মধ্যে ৪ জনের মৃত্যুর ঘটনায় আমি আঘাতপ্রাপ্ত। তাঁদের পরিবারে যাতে শক্তি পায় তাঁর প্রার্থনা করুন।”
Shocked by the mass shooting incident at FedEx Ground facility in Indianapolis which took the lives of 8 people including 4 Sikhs. Pray for strength to their families in this hour of grief. https://t.co/kfzBV2OakT
— Capt.Amarinder Singh (@capt_amarinder) April 17, 2021
৪ শিখ ধর্মালম্বীর মৃত্যু ছাড়াও হামলায় আঘাত পেয়েছেন আরেক ভারতীয় বংশোদ্ভূত হরপ্রিত গিল। ফেডএক্সে হামলার প্রথম আভাস পেয়েছিলেন তিনিই। দরজার কাছে ছুটে যেতেই গুলি লাগে তাঁকে। এখনও তাঁর শরীর থেকে গুলি বের করা যায়নি। ওয়াশিংটনে ভারতীয় দূতাবাস এই ঘটনায় সমবেদনা প্রকাশ করে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে। এই হামলাকে ‘জাতীয় লজ্জা’ বলেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সেই সঙ্গে সারা আমেরিকা জুড়ে বিভিন্ন সরকারি অফিস ও সেনাঘাঁটিতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ দিয়েছেন বাইডেন।
আরও পড়ুন: করোনা নিয়ন্ত্রণে দিল্লিতে শুরু সপ্তাহন্তে কার্ফু, নিয়ম ভাঙলেই গ্রেফতারির হুঁশিয়ারি পুলিশের
![বিশ্বের ৭ অদ্ভুত রেকর্ড, যা শুনলে আপনিও বলবেন, 'এমনও হয়?' বিশ্বের ৭ অদ্ভুত রেকর্ড, যা শুনলে আপনিও বলবেন, 'এমনও হয়?'](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Richest-State-of-India-1.jpg?w=670&ar=16:9)
![মহারাষ্ট্রের কাছে বাচ্চা বাংলা সহ বাকি সব রাজ্য, কারণ জানলে চমকে উঠবেন মহারাষ্ট্রের কাছে বাচ্চা বাংলা সহ বাকি সব রাজ্য, কারণ জানলে চমকে উঠবেন](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Richest-State-of-India.jpg?w=670&ar=16:9)
![না শুনেও এই ভাবে জানা যাবে কী আছে WhatsApp এর ভয়েস মেসেজে না শুনেও এই ভাবে জানা যাবে কী আছে WhatsApp এর ভয়েস মেসেজে](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/How-to-know-what-is-in-the-voice-message-on-WhatsApp-without-play-it-know-about-new-feature-voice-transcripts.jpeg?w=670&ar=16:9)
![সাধারণের প্রবেশ নিষেধ, আমেরিকার AREA 51-এ দেখা মিলেছে এলিয়ানেরও? সাধারণের প্রবেশ নিষেধ, আমেরিকার AREA 51-এ দেখা মিলেছে এলিয়ানেরও?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/AREA-51.jpg?w=670&ar=16:9)
![বিড়াল রাস্তা কাটলে কি অমঙ্গল হয়? প্রেমানন্দ মহারাজ বললেন... বিড়াল রাস্তা কাটলে কি অমঙ্গল হয়? প্রেমানন্দ মহারাজ বললেন...](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Astro-myth-what-to-do-if-a-cat-crosses-your-path-know-from-Premanand-Maharaj.jpg?w=670&ar=16:9)
![একই নম্বর দিয়ে একসঙ্গে ৪টি ডিভাইস থেকে করা যাবে হোয়াটসঅ্যাপ! কী ভাবে জানেন? একই নম্বর দিয়ে একসঙ্গে ৪টি ডিভাইস থেকে করা যাবে হোয়াটসঅ্যাপ! কী ভাবে জানেন?](https://images.tv9bangla.com/wp-content/uploads/2025/01/Whatsapp.jpg?w=670&ar=16:9)