French Spiderman: ৪৮ তলা বিল্ডিংয়ে উঠে ৬০তম জন্মদিন পালন করলেন ‘ফরাসি স্পাইডারম্যান’
বিশ্ব জুড়ে ১০০-র বেশি বহুতলে উঠেছেন তিনি। এর মধ্যে রয়েছে প্যারিসের আইফেল টাওয়ার, মালয়েশিয়ার টুইন টাওয়ার এবং সিডনির অপেরা হাউস।
প্যারিস: ফ্রান্সের বাসিন্দা অ্য়ালাইন রবার্ট। বিশ্বের উচ্চতম বিভিন্ন বিল্ডিংয়ে উঠেছেন তিনি। বিল্ডিংয়ে ওঠা তাঁর নেশা। এ জন্য ফ্রান্সের স্পাইডারম্যান বলে ডাকা হয় তাঁকে। শনিবার ৬০ বছরের জন্মদিন ছিল তাঁর। জন্মদিন পালনে বন্ধুবান্ধবদের নিয়ে পার্টিতে মাতেননি। প্যারিসে ৪৮ তলার বিল্ডিংয়ে উঠে নিজের জন্মদিন পালন করেছেন তিনি। ফ্রান্সের এক সংবাদমাধ্য়মের প্রতিবেদন অনুসারে, রবার্ট ৬১৩ ফুট উঁচু ওই বিল্ডিংয়ে উঠতে সময় নিয়েছেন মাত্র ৬০ মিনিট। অর্থাৎ মাত্র ১ ঘণ্টায় ৪৮ তলায় বিল্ডিংয়ের ছাদে উঠেছেন তিনি।
জন্মদিনের এক উদযাপন নিয়ে রবার্ট বলেছেন, “আমি মানুষকে বার্তা দিয়ে চাই ৬০ বছর বয়স হওয়া কোনও ব্যাপার নয়। এই বয়সেও আপনি খেলা, অ্যাডভেঞ্চারের মতো অনেক সুন্দর কাজে অংশ নিতে পারেন। অনেক বছর আগেই আমি ভেবে রেখেছি, যখন আমার বয়স ৬০ হবে তখন আমি কোনও বহুতলে উঠব। ৬০ বছরকে স্মরণীয় করে রাখতেই এই কাজ করেছি। ৬০ ফ্রান্সে অবসর গ্রহণের বয়স।”
Alain Robert climbed the 48-story Tour TotalEnergies building in Paris to celebrate his 60th birthday. ‘I want to send people the message that being 60 years old is nothing. You can still do sport, be active, do fabulous things,’ he said https://t.co/kotWiUMtQu pic.twitter.com/CuWQSENyCM
— Reuters (@Reuters) September 18, 2022
এর আগেও বিশ্বের অনেক বহুতলে উঠেছেন রবার্ট। পরিবেশ নিয়ে বার্তা দিতেও এই কাজ করেছেন তিনি। বিশ্বের সবথেকে উঁচু বিল্ডিং দুবাইয়ের বুর্জ খলিফাতেও উঠেছিলেন তিনি। বিল্ডিংয়ে ওঠার জন্য অনেক দেশেই প্রশাসনের অনুমতি নিতে হয়। কিন্তু অনুমতি ছাড়াই বহুতলে ওঠার অভিযোগ রয়েছে রবার্টের বিরুদ্ধে। এ জন্য় ব্রিটেন ও জার্মানি সরকারের হাতে আটকও হয়েছিলেন তিনি।
এর পাশাপাশি বহুতলে ওঠার জন্য অতিরিক্ত সাজসরঞ্জাম ব্যবহার করেন না তিনি। হাতে ভর দিয়েই এই কাজ করেন তিনি। বিশেষ এক ধরনের জুতোও পরেন। বিশ্ব জুড়ে ১০০-র বেশি বহুতলে উঠেছেন তিনি। এর মধ্যে রয়েছে প্যারিসের আইফেল টাওয়ার, মালয়েশিয়ার টুইন টাওয়ার এবং সিডনির অপেরা হাউস।