মডার্নাতেও অ্যালার্জি! জরুরি বিভাগে ভর্তি টিকাপ্রাপ্ত চিকিৎসক
একই ঘটনা ঘটেছিল ফাইজ়ার টিকার ক্ষেত্রেও। তখনও ব্রিটেন ও আমেরিকায় একাধিক ব্যক্তির শরীরে অ্যালার্জি দেখা দিয়েছিল।
বোস্টন: ফাইজ়ারের পর মডার্নাতেও অ্যালার্জি। আমেরিকায় মডার্নার (Moderna) করোনা প্রতিষেধক নিয়ে অসুস্থ হয়ে পড়লেন এক চিকিৎসক। শুক্রবারই এই খবর প্রকাশিত হয়েছে সে দেশের সংবাদ মাধ্যমে। বোস্টন মেডিক্যাল সেন্টারের চিকিৎসক ডঃ হোসেন সদ্রজাদেস জানিয়েছেন, করোনা টিকা নেওয়ার পরই তাঁর শরীরে অস্বস্তি শুরু হয়।
আমেরিকায় আগে অনুমোদন পেয়েছিল ফাইজ়ারের করোনা প্রতিষেধক। পরবর্তীকালে মডার্নাকে অনুমোদন দেয় মার্কিন এফডিএ। সে দেশে অত্যন্ত দ্রুত বন্টিত হয়েছে করোনা টিকা। যার ফলে ইতিমধ্যেই টিকা পেয়েছেন ১০ লক্ষেরও বেশি মানুষ। প্রথম পর্বের মডার্না টিকা বিতরণের সময় স্বাস্থ্যকর্মীদের প্রাধান্য দিয়ে টিকা দেওয়া হয়েছিল ডঃ হোসেন সদ্রজাদেসকে।
বোস্টন মেডিক্যাল সেন্টারের মুখপাত্র ডেভিড কিবে জানিয়েছেন, করোনা টিকা নেওয়ার পর ডঃ সদ্রজাদেসের অ্যালার্জি দেখা দেয়। তাঁকে জরুরি বিভাগে ভর্তি করা হয়। তাঁর চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়। ডেভিড কিবে এ-ও জানিয়েছেন, ডঃ সদ্রজাদেস এখন ভাল আছেন।
আরও পড়ুন: করোনা ‘অনুঘটক’, আমেরিকাকে পিছনে ফেলবে চিনের অর্থনীতি
একই ঘটনা ঘটেছিল ফাইজ়ার টিকার ক্ষেত্রেও। তখনও ব্রিটেন ও আমেরিকায় একাধিক ব্যক্তির শরীরে অ্যালার্জি দেখা দিয়েছিল। বরিস প্রশাসন তো যাঁদের অ্যালার্জি আছে, তাঁদের টিকা নিতে নিষেধও করেছিল। দেশে করোনা প্রতিষেধকের অনুমোদন চেয়ে আবেদন করেছে ফাইজ়ার, সেরাম ও ভারত বায়োটেক। পঞ্জাবের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, ডিসেম্বরের ২৮ তারিখ থেকেই দেশে শুরু হবে করোনা প্রতিষেধকের ‘ড্রাই রান।’ সেক্ষেত্রে খুব শীঘ্রই অনুমোদন পেতে পারে কোনও এক করোনা প্রতিষেধক, এমনই মত বিশেষজ্ঞদের।