Sudan: তিন সপ্তাহে সুদান ছেড়েছে প্রায় ১ লক্ষ মানুষ, প্রভাব পড়তে পারে পড়শি দেশে
দেশের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিয়েছেন ৩ লক্ষ ৩০ হাজার মানুষ। এখনও অনেকে দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছে।
নিউ ইয়র্ক: যুদ্ধবিধ্বস্ত সুদানের (Sudan) পরিস্থিতি এখনও ভয়াবহ। রাজধানী খার্তুম থেকে দফায় দফায় ভেসে আসছে বিস্ফোরণের শব্দ। প্রাণ বাঁচাতে শয়ে শয়ে মানুষ দেশ ছাড়ছে। যুদ্ধের তিন সপ্তাহের মধ্যেই প্রায় এক লক্ষ মানুষ দেশ ছেড়েছেন। এমনটাই জানাচ্ছে রাষ্ট্রসঙ্ঘ (United Nation)।
রাষ্ট্রসঙ্ঘের তথ্য অনুযায়ী, যুদ্ধের মধ্যে প্রায় এক লক্ষ মানুষ সুদান ছেড়েছেন। এছাড়া দেশের মধ্যেই এক জায়গা থেকে অন্য জায়গায় পাড়ি দিয়েছেন ৩ লক্ষ ৩০ হাজার মানুষ। এখনও অনেকে দেশ ছাড়ার অপেক্ষায় রয়েছে। শেষ পর্যন্ত ৮ লাখ মানুষ সুদান ছাড়তে পারে বলে অনুমান রাষ্ট্রসঙ্ঘের।
অন্যদিকে, সুদান ছেড়ে যাওয়া এই মানুষগুলো প্রতিবেশী দেশগুলোর জন্য সংকট ডেকে আনতে পারে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। কারণ যারা দেশ ছাড়ছে তারা সাধারণত প্রতিবেশী দেশগুলিতে যাবে। এই দেশগুলোর অর্থনৈতিক অবস্থা তেমন ভালো নয়। ফলে সংকট বাড়তে পারে। এবিষয়ে আশঙ্কা প্রকাশ করেছে প্রতিবেশী দেশগুলি।
অন্যদিকে, সুদানের অর্থনৈতিক অবস্থা ভাল নয়। আগে থেকেই দেশটির দুই-তৃতীয়াংশ মানুষ বিদেশি সহায়তার ওপর নির্ভরশীল। এরই মধ্যে যুদ্ধের কারণে সেখানে বিভিন্ন সহায়তা পণ্য সরবরাহে বাধা পড়ছে। তবে মানবিক দিক থেকে ত্রাণ সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে রাষ্ট্রসঙ্ঘ। যুদ্ধের জন্য কিছুদিন সহায়তা বন্ধ থাকলেও আবার কাজ শুরু হয়েছে বলে রাষ্ট্রসঙ্ঘের তরফে জানানো হয়েছে।