Gaza Hospital: এক নিমেষে শেষ ৫০০ প্রাণ! গাজার হাসপাতালে ইজরায়েলি হামলার গুরুতর অভিযোগ
Israel air strike on Gaza hospital: এই খবর সত্যি হলে, এটিই হবে এখনও পর্যন্ত সবথেকে মারাত্মক ইজরায়েলি বিমান হামলা। যা যুদ্ধের পরিসর আরও বাড়িয়ে দিতে পারে। উসকে দিতে পারে আরব দুনিয়া বনাম ইজরায়েল যুদ্ধ।
গাজা সিটি: গাজা ভূখণ্ডের এক হাসপাতালের উপর হামলা চালানোর গুরুতর অভিযোগ উঠল ইজরায়েলি বিমান বাহিনীর বিরুদ্ধে। মঙ্গলবার (১৭ অক্টোবর), গাজা ভূখণ্ডের আল-আহলি ব্যাপ্টিস্ট হাসপাতালের উপর ইজরায়েলি বাহিনীর বোমা বর্ষণের ফলে কমপক্ষে ৫০০ জনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছে গাজার স্বাস্থ্য মন্ত্রক। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, গাজা শহরের ওই হাসপাতালে শয়ে শয়ে আহত এবং নিরাশ্রয় প্যালেস্টিনীয় নাগরিক ছিলেন। ইজরায়েলি বিমান হামলায় মুহূর্তের মধ্যে তাদের মৃত্যু হয়। আরও বহু মানুষ আহত হয়েছেন। তাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।
• #Palestine || Hundreds were killed after bombing Al Ahli hospital in #Gaza . Around 500 were killed in the air strike. #GazaEvacuation #Gazagenocide #IsraeliWarCrimes pic.twitter.com/gLnMBR7YLB
— بلال نزار ريان (@BelalNezar) October 17, 2023
Gaza’s Health Ministry says Israel killed over 500 people in a targeted strike on the Ahli Arab hospital.
Initial estimates had the death toll at 200-300. These are scenes from immediately after the Israeli strike. pic.twitter.com/lHkjZravJA
— Max Blumenthal (@MaxBlumenthal) October 17, 2023
এই খবর সত্যি হলে, এটিই হবে এখনও পর্যন্ত সবথেকে মারাত্মক ইজরায়েলি বিমান হামলা। যা যুদ্ধের পরিসর আরও বাড়িয়ে দিতে পারে। উসকে দিতে পারে আরব দুনিয়া বনাম ইজরায়েল যুদ্ধ। সোশ্যাল মিডিয়ায় আল-আহলি হাসপাতালের বেশ কিছু ছবি ও ভিডিয়ো ছড়িয়ে পড়েছে। অবিলম্বে সেগুলির সত্যতা যাচাই করা যায়নি। তবে, সেগুলিতে দেখা যাচ্ছে হাসপাতালের হলগুলিতে আগুন ধরে গিয়েছে। এদিক ওদিক কাচ ভেঙে পড়ে রয়েছে। ছড়িয়ে ছিটিয়ে রয়েছে মানব দেহে ছিন্নভিন্ন শরীরের বিভিন্ন অংশ, কোথাও দেহ। আর মেঝেতে রয়েছে রক্তের দাগ।
😰😰🚨🚨An unbelievable genocide that just happened. 837 people were killed in a strike on a hospital in Gaza pic.twitter.com/e3mpR6hGJX
— Israel terrorist (@DadiDz6) October 17, 2023
গাজা শহরের হাসপাতালগুলি এখন শয়ে শয়ে মানুষের আশ্রয়স্থল হয়ে উঠেছে। ভিটেছাড়া মানুষগুলো আশা করেছিল, ইসরায়েল শহর জুড়ে বোমা বর্ষণ করলেও, হাসপাতালে হামলা করবে না। ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র, রিয়ার অ্যাডমিরাল ড্যানিয়েল হাগারি অবশ্য জানিয়েছেন, হাসপাতালের মৃত্যুর বিষয়ে এখনও পর্যন্ত তাঁর কাথে কোনও বিশদ বিবরণ নেই। তিনি বলেছেন, “আমরা বিস্তারিত তথ্য পেলে জনগণকে তা জানাব। এটা ইজরায়েলি বিমান হামলা কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে।”
তবে শুধু এই আল আহলি হাসপাতালে হামলার অভিযোগই নয়, সংবাদমাধ্যম অ্যাসোসিয়েটেড প্রেসের প্রতিবেদন অনুযায়ী, গাজার আশ্রয় শিবিরগুলিতেও নির্বিচারে হামলা চালাচ্ছে ইজরায়েল। গাজার উত্তরের বাসিন্দাদের গাজা ভূখণ্ডের দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দিয়েছিল ইজরায়েল বাহিনী। কিন্তু, দক্ষিণে আজও ইজরায়েলি বিমান হামলা অব্যাহত রয়েছে বলে। মঙ্গলবার অন্তত কয়েক ডজন অসামরিক নাগরিক নিহত হয়েছেন দক্ষিণের এক আশ্রয় শিবিরে।