Bangladesh: বাংলাদেশে নিহত হাজারেরও বেশি, অন্ধ শয়ে শয়ে! খোঁজ পড়ল বিদেশি ডাক্তারের
Bangladesh: বৃহস্পতিবার (২৯ অগস্ট), ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, নুরজাহান বেগম। তিনিই জানান, হাজারেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে এই আন্দোলনে। তিনি আরও জানিয়েছেন, পুলিশি পদক্ষেপের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন ছাত্র-জনতা মিলিয়ে ৪০০-রও বেশি মানুষ।
ঢাকা: জুলাইয়ের শেষে বাংলাদেশে শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে চাত্র-জনতার বিক্ষোভ শুরু হয়েছিল, তাতে মৃতর সংখ্যা ঠিক কত? ৩০০, ৫০০, ১০০০? না, ওই অগ্নিগর্ভ পরিস্থিতিতে এক হাজারেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে বলে দাবি করল মহম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। বৃহস্পতিবার (২৯ অগস্ট), ঢাকার রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতাল পরিদর্শনে এসেছিলেন বাংলাদেশ সরকারের স্বাস্থ্য উপদেষ্টা, নুরজাহান বেগম। তিনিই জানান, হাজারেরও বেশি মানুষের প্রাণ গিয়েছে এই আন্দোলনে। তিনি আরও জানিয়েছেন, পুলিশি পদক্ষেপের কারণে দৃষ্টিশক্তি হারিয়েছেন ছাত্র-জনতা মিলিয়ে ৪০০-রও বেশি মানুষ। এর মধ্যে কারও একটি চোখে গিয়েছে, কারও বা দুটি চোখই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জানিয়েছে, হাসপাতাল পরিদর্শনের সময় শুধু আহত আন্দোলনকারীদের সঙ্গেই নয়, আহত পুলিশ কর্মীদের সঙ্গেও কথা বলেন নুরজাহান বেগম। তাঁদের শরীর-স্বাস্থ্যর খবরাখথবর নেন। তিনি জানান, অনেক পুলিশ অফিসারের মাথায় ও পায়ে আঘাত লেগেছে। তিনি আরও বলেন, যারা এই আন্দোলনে প্রাণ হারিয়েছে, তাদের পরিবারের দায়িত্ব নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার। সেই সঙ্গে আহতদের বিনামূল্যে চিকিৎসা দেওয়ার অঙ্গীকারও করেছে।
নুরজাহান বেগম বলেন, “কারো কারো পায়ে গুরুতর আঘাত লেগেছে এমনকি তাদের পা কেটে ফেলতে হয়েছে। সঠিক চিকিৎসার জন্য বিদেশ থেকে চিকিৎসকদের একটি দল আনতে আমরা বিভিন্ন দাতা সংস্থা ও বিশ্বব্যাঙ্কের সঙ্গে আলোচনা করছি।” চাকরির ক্ষেত্রে কোটা ব্যবস্থার অবসান চেয়ে এই আন্দোলন শুরু করেছিল বাংলাদেশি শিক্ষার্থীরা। পরে, বিক্ষোভকারী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে সংঘর্ষে তা হিংসাত্মক রূপ নিয়েছিল। পরে এই আন্দোলন থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের দাবি তোলা হয়। ৫ আগস্ট, পদত্যাগ বাধ্য হন হাসিনা এবং ভারতে চলে আসেন। এরপর শান্তিতে নোবেল বিজয়ী মহম্মদ ইউনুসের নেতৃত্বে বাংলাদেশে একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হয়েছে।
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)