Bus Accident: রবির সকালে ভয়াবহ দুর্ঘটনা, পদ্মা সেতুতে ওঠার আগে খাদে পড়ে গেল ঢাকাগামী বাস, মৃত ১৯

Bangladesh Bus Accident: জানা গিয়েছে, বাসটি ঢাকা যাচ্ছিল। পদ্মা সেতুর সঙ্গে সংযোগকারী রাস্তায় দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। মদারিপুর জেলার কুতুবপুর এলাকাতেই গর্তে পড়ে যায় বাসটি।

Bus Accident: রবির সকালে ভয়াবহ দুর্ঘটনা, পদ্মা সেতুতে ওঠার আগে খাদে পড়ে গেল ঢাকাগামী বাস, মৃত ১৯
দুর্ঘটনাগ্রস্থ বাসটি।
Follow Us:
| Edited By: | Updated on: Mar 19, 2023 | 1:00 PM

ঢাকা: রবিবার সকালে ভয়াবহ দুর্ঘটনা। পদ্মা সেতু ওঠার মুখে খাদে পড়ে গেল একটি বাস (Bus Accident)। দুর্ঘটনায় কমপক্ষে ১৯ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। আহত কমপক্ষে ৩০ জন। জানা গিয়েছে, বাসটি ঢাকা (Dhaka) যাচ্ছিল। পদ্মা সেতুর (Padma Setu) সঙ্গে সংযোগকারী রাস্তায় দুর্ঘটনার মুখে পড়ে বাসটি। মদারিপুর জেলার কুতুবপুর এলাকাতেই খাদে পড়ে যায় বাসটি। ইতিমধ্যেই উদ্ধারকাজ (Rescue Operation) শুরু করা হয়েছে। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় প্রশাসন সূত্রে জানা গিয়েছে, এদিন ভোর চারটে নাগাদ খুলনার ফুলতলা থেকে ইমাদ পরিবহনের বাসটি ছাড়ে। সকাল সাড়ে সাতটা নাগাদ পদ্মা সেতুর সঙ্গে সংযোগকারী এক্সপ্রেসওয়ে দিয়ে যাচ্ছিল বাসটি। মাদারীপুরের শিবচরের কুতুবপুর এলাকায় আচমকাই বাসটি নিয়ন্ত্রণ হারায়। সজোরে রেলিংয়ে ধাক্কা মারে। এরপরই বাসটি রেলিং ভেঙে পাল্টি খেতে খেতে পড়ে যায়।

দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন স্থানীয় বাসিন্দারা। তারাই উদ্ধারকাজ শুরু করেন। খবর দেওয়া হয় পুলিশ প্রশাসনেও। পরে পুলিশ ও দমকলকর্মীরা মিলে খাদে পড়ে যাওয়া বাস থেকে আহতদের উদ্ধার করার কাজ শুরু করেন। সকাল ৯টা অবধি ১৬ জন যাত্রীর মৃতদেহ উদ্ধার করা হয়েছে বলে জানা গিয়েছে। পরে হাসপাতালে আরও তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত হয়েছেন আরও ৩০ জন। মৃতের সংখ্য়া আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

স্থানীয় পুলিশ প্রশাসনের তরফে জানানো হয়েছে, আহতদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে, তা জানার জন্য একটি তদন্ত কমিটি গঠন করেছে জেলা প্রশাসন। একইসঙ্গে আহত ও নিহতদের জন্য ক্ষতিপূরণের ঘোষণাও করা হয়েছে। জানানো হয়েছে, নিহতদের পরিবারপিছু ২০ হাজার টাকা করে দেওয়া হবে। আহতদের পরিবারপিছু ৫ হাজার টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে বলে ঘোষণা করা হয়েছে।