Bangladesh: সরকারের ওপর দোষারোপের রাজনীতি করছে বিএনপি, অভিযোগ বাংলাদেশের মন্ত্রীর

Bangladesh: আজ দুপুরে, নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় বিরোধী দলের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী।

Bangladesh: সরকারের ওপর দোষারোপের রাজনীতি করছে বিএনপি, অভিযোগ বাংলাদেশের মন্ত্রীর
ছবি: সংবাদ সংস্থা
Follow Us:
| Edited By: | Updated on: Dec 24, 2021 | 7:05 PM

ঢাকা: বাংলাদেশের শাসক বিরোধী চাপান উতোর লেগেই রয়েছে। বিরোধী নেত্রী খালেদা জিয়ার বিএনপিকে এবার আক্রমণ করলেন বাংলাদেশের শাসক দল আওয়ামী লিগের সাধারণ সম্পাদক তথা দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাসান মাহমুদ। হাসানের অভিযোগ, নিজেদের দলের অভ্যন্তরীণ বিশৃঙ্খলা চাপাতে বিভিন্ন ইস্যুতে সরকারের ওপর দায় চাপাচ্ছে বিএনপি। বিএনপিকে এই ধরনের রাজনীতি থেকে সরে আসার আবেদন জানিয়েছেন বাংলাদেশের মন্ত্রী।

আজ দুপুরে, নিজের বাসভবনে সাংবাদিকদের মুখোমুখি হয়েছিলেন শেখ হাসিনা সরকারের মন্ত্রী। সেখানে বিভিন্ন বিষয়ে আলোচনার সময় বিরোধী দলের বিরুদ্ধে এই অভিযোগ তোলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী। বিএনপি অভিযোগ ছিল, হবিগঞ্জে বিএনপির সমাবেশে বিনা প্ররোচণায় গুলি চালিয়েছে পুলিশ। সেই বিষয়ে সাংবাদিকরা হাসানকে প্রশ্ন করলে, তিনি যাবতীয় অভিযোগ খারিজ করে দেন।

তথ্য ও সম্প্রচার মন্ত্রীর অভিযোগ, “বিএনপি যেখানেই সভা সমাবেশ করে, সেখানেই তারা নিজেদের মধ্য বিবাদে জড়িয়ে পড়ে। এর আগে সিলেটের সমাবেশে, বিএনপির নেতা কর্মীরা যেভাবে চেয়ারে বসা নিয়ে মারামারি করেছে, তার ফলে আশেপাশের দোকানদাররা ভয়ে দোকান বন্ধ করে দিতে বাধ্য হয়েছিল। হবিগঞ্জেও সেই একই ঘটনা ঘটেছে। বিএনপির অভ্যন্তরীণ উত্তেজনা নিয়ন্ত্রণ করার জন্যই পুলিশকে হস্তক্ষেপ করতে হয়েছিল। বিএনপির এই আচরণে সাধারণ মানুষ আতঙ্কিত।”

বিএনপির মহাসচিব মির্জা ফখরুলকেও কটাক্ষ করতে ছাড়েননি তিনি। “নিজের দলের সভায় উত্তেজনা কমাতে মির্জা ফখরুলকে চিৎকার করতে হয়েছিল। দলের একজন শীর্ষনেতার সামনে এই ধরনে বিশৃঙ্খলা সেই দলের জন্য চরম লজ্জার বিষয়। ফখরুল সাহেবের কাছে আমার অনুরোধ, নিজেদের দলের বিশৃঙ্খলা ঢাকতে সরকারকে বদনামের রাজনীতি বন্ধ করুন।”

কয়েকদিন আগে বিএনপিকে দেশ বিরোধীদের মদতদাতা বলে আক্রমণ করেছিলেন হাসান মাহমুদ। তিনি বলেছিলেন, “স্বাধীনতা ও দেশবিরোধী অপশক্তির প্রধান মদতদাতা বিএনপি। বিএনপি ও জামাত দীর্ঘ ৫০ বছর ধরে, স্বাধীনতা বিরোধী শক্তিকে প্রশ্রয় দিয়ে নেতিবাচক ও প্রতিহিংসাপরায়ণ রাজনীতি করেছে। দেশের বিরুদ্ধে নানা অপপ্রচার ও কুৎসা চালিয়েছে তারা। এরফলে দেশ অনেক পিছিয়ে পড়েছে। তারা এইসব না করলে এতদিনে বাংলাদেশ অনেক এগিয়ে যেত।”

আরও পড়ুন Bill Gates on Omicron: বিশ্বকে হুঁশিয়ারি বিল গেটসের, মহামারীর সবচেয়ে খারাপ সময়ে প্রবেশ করছে বিশ্ব

আরও পড়ুন Hospitalisation Risk from Omicron: ‘ডেল্টার তুলনায় বেশি সংক্রামক হলেও…’ উদ্বেগের মাঝেই ওমিক্রন নিয়ে মিলল স্বস্তির খবর