Bill Gates on Omicron: বিশ্বকে হুঁশিয়ারি বিল গেটসের, মহামারীর সবচেয়ে খারাপ সময়ে প্রবেশ করছে বিশ্ব
Bill Gates on Omicron: বিল গেটস এমন সময়ে বিশ্বকে এই হুঁশিয়ারি দিয়েছেন, যখন আমেরিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমন বাড়তে দেখা যাচ্ছে। এই বৃদ্ধি ওমিক্রন প্রথম পাওয়ার পর থেকে সবচেয়ে দ্রুতগতিতে ছড়াতে দেখা গিয়েছে।
মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস মানুষের কাছে আবেদন করেছেন দ্রুত টিকাকরণের জন্য। তিনি সাবধান করেছেন যে ওমিক্রন ভ্যারিয়েন্টের ক্রমবর্ধমান সংক্রমণ ‘মহামারীর সবচেয়ে খারাপ অংশ’ হিসেবে প্রমাণিত হতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বক্তব্য অনুযায়ী, ওমিক্রন ভ্যারিয়েন্ট, ডেল্টার তুলনায় দ্রুতগতিতে ছড়াচ্ছে আর এটি টিকা গ্রহণকারীদের বা কোভিড-১৯ থেকে সুস্থ হওয়া মানুষদের মধ্যেও সংক্রমণ ঘটাচ্ছে।
বিল গেটস বলেন, ‘আমি জানি যে কোভিডের আরও একটি ঘনিয়ে ওঠা বিপদের মধ্যে ছুটির মরশুমের আগমণ হতাশাজনক। কিন্তু এটা সবসময় এমন থাকবে না। কোনওদিন মহামারী শেষ হয়ে যাবে আর ভাল হবে যদি আমরা একে অপরের দেখভাল করি। সেই সময় দ্রুতই আসবে।’ বিশ্বের সবচেয়ে ধনী মানুষের তালিকায় থাকা বিল গেটস টুইট করে জানিয়েছেন, ‘যখন মনে হচ্ছিল জীবন স্বাভাবিক হতে চলেছে, তখনই আমরা এখন বিশ্ব মহামারীর সবচেয়ে খারাপ সময়ে প্রবেশ করছি। ওমিক্রন আমাদের সকলকে প্রভাবিত করবে। আমার ঘনিষ্ঠ বন্ধরাও সংক্রমিত হয়েছে আর আমি নিজের ছুটির বেশিরভাগ পরিকল্পনা স্থগিত করে দিয়েছি।’
বললেন বুস্টার ডোজ জরুরী
বিল গেটসের সংস্থা বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন কোভিড-১৯ ভ্যাকসিন তৈরি আর বিতরণের প্রয়াসের অংশ থেকেছে। তিনি বলেছেন বুস্টর ডোজ থেকে সবচেয়ে ভাল সুরক্ষা পাওয়া যায়। গেটস টুইট করে আরও বলেন,’সবচেয়ে বড় অজানা দিক হল ওমিক্রন আপনাকে কতটা অসুস্থ করতে পারে। আমাদের এটাকে গুরুত্ব দিতে হবে যতক্ষণ না আমরা এটার ব্যাপারে বেশি জানতে না পারি। যতই এটা ডেল্টার তুলনায় অর্ধেক ভয়াবহ হোক কিন্তু আমরা সবচেয়ে খারাপ ঢেউ দেখতে পারি, কারণ এটা ভীষণই সংক্রামক।’
দ্রুতই প্রত্যেকটি দেশে দেখা যাবে ওমিক্রন
বিল গেটস এমন সময়ে বিশ্বকে এই হুঁশিয়ারি দিয়েছেন, যখন আমেরিকায় ওমিক্রন ভ্যারিয়েন্টের সংক্রমন বাড়তে দেখা যাচ্ছে। এই বৃদ্ধি ওমিক্রন প্রথম পাওয়ার পর থেকে সবচেয়ে দ্রুতগতিতে ছড়াতে দেখা গিয়েছে। গেটস নিজের অন্য একটি টুইটে বলেছেন, ‘ওমিক্রন ইতিহাসের যে কোনও ভাইরাসের চেয়ে বেশি দ্রুত ছড়াচ্ছে। এটি দ্রুতই বিশ্বের প্রত্যেকটি দেশে ছড়াবে।’ এই সময় কোভিডের সাবধানতা অবলম্বন কতটা জরুরী এই ব্যাপারে জোর দিয়ে গেটস বলেন, ‘মাস্ক পরা, বড় ইনডোর সমারোহ থেকে দূরে থাকা আর টিকাকরণ সবচেয়ে জরুরী।’