Sheikh Hasina: বিশ্বে সঙ্কট মোকাবিলায় আর্থিক পুনর্গঠনের প্রস্তাব হাসিনার

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, "প্রায়শই আন্তর্জাতিক পাবলিক ফাইন্যান্সগুলো ব্যয়বহুল ও নাগালের বাইরে থাকে। ঋণের সমস্যা এড়ানোর জন্য সুদের ঋণ থেকে যথেষ্ট দূরে থাকার চেষ্টা করা হয়। আর বাংলাদেশ কখনই ঋণ পরিশোধে খেলাপি করেনি এবং সেই রেকর্ড বজায় রাখবে বাংলাদেশ।"

Sheikh Hasina: বিশ্বে সঙ্কট মোকাবিলায় আর্থিক পুনর্গঠনের প্রস্তাব হাসিনার
শেখ হাসিনাImage Credit source: TV9 Bangla
Follow Us:
| Edited By: | Updated on: Sep 20, 2023 | 11:10 PM

ঢাকা: বিশ্ব জুড়ে চলা আর্থিক সঙ্কট মোকাবিলায় চলমান ব্যবস্থার পুনর্গঠনের প্রস্তাব দিয়েছেন বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৈশ্বিক চলমান অর্থনৈতিক সংকট মোকাবিলার জন্য আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থা পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথা গুরুত্ব সহকারে উত্থাপিত করেছেন তিনি। বাংলাদেশ সময় বুধবার সকালে নিউ ইয়র্কে রাষ্ট্রপুঞ্জের সাধারণ পরিষদের ৭৮তম অধিবেশনে স্পেন ও ইউরোপীয় কাউন্সিল আয়োজিত ‘টুওয়ার্ডস এ ফেয়ার ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল আর্কিটেকচার’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ কথা বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশ্বব্যাপী ক্রেডিট রেটিং সিস্টেম পর্যালোচনার প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে শেখ হাসিনা বলেন, “বর্তমানে এটি অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের তহবিলের সুবিধা সীমিত করেছে। রাষ্ট্রপুঞ্জের মহাসচিবের সঙ্গে আমরা একমত। বৈশ্বিক ক্রেডিট রেটিং সিস্টেম অবশ্যই পর্যালোচনা করা উচিত। রেটিং সিস্টেম বর্তমানে অনেক নিম্ন ও মধ্যম আয়ের দেশের জন্য তহবিলের সুবিধাকে অনেক সীমাবদ্ধ করেছে।”

বাংলাদেশের প্রধানমন্ত্রী বলেছেন, “প্রায়শই আন্তর্জাতিক পাবলিক ফাইন্যান্সগুলো ব্যয়বহুল ও নাগালের বাইরে থাকে। ঋণের সমস্যা এড়ানোর জন্য সুদের ঋণ থেকে যথেষ্ট দূরে থাকার চেষ্টা করা হয়। আর বাংলাদেশ কখনই ঋণ পরিশোধে খেলাপি করেনি এবং সেই রেকর্ড বজায় রাখবে বাংলাদেশ।” আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার জন্য আমাদের প্রত্যাশার প্রতি একমত হওয়ার সময় এসেছে বলেও জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া এ সভা আহ্বান করায় স্পেনের প্রধানমন্ত্রী ও ইউরোপীয় কাউন্সিলের সভাপতিকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। এ সময় ক্লাইমেট ভালনারেবল ফোরামের (সিভিএফ) থিমেটিক অ্যামবেসেডর ও শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ এবং বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন উপস্থিত ছিলেন।