আমদানির পর এ বার উৎপাদনে জোর, সিনোফার্মের সঙ্গে হাত মিলিয়ে টিকা তৈরি করবে হাসিনা সরকার

তিনি জানান, টিকার যৌথ উৎপাদন নিয়ে ইতিমধ্যেই খসড়াপত্র স্বাক্ষর করা হয়েছে। চিনের স্বাস্থ্যমন্ত্রক চুক্তিতে অনুমোদন দিলে দুই মাসের মধ্যে উৎপাদন শুরু হতে পারে টিকার।

আমদানির পর এ বার উৎপাদনে জোর, সিনোফার্মের সঙ্গে হাত মিলিয়ে টিকা তৈরি করবে হাসিনা সরকার
ফাইল ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Aug 02, 2021 | 4:37 PM

ঢাকা: টিকা আমদানি নয়, এ বার দেশেই তৈরি হবে করোনা টিকা। চিনের টিকা প্রস্তুতকারক সংস্থা সিনোফার্মের সঙ্গে যৌথ প্রচেষ্টায় এই ভ্য়াকসিন তৈরি করবে বাংলাদেশ। সোমবারই সে দেশের বিদেশমন্ত্রী এ কে আব্দুল মেনন জানান এই কথা।

এ দিন সকালেই চিনের রাষ্ট্রদূত লি জিমিংয়ের সঙ্গে কথা বলেন আব্দুল মেনন।  দুপুরে সাংবাদিক বৈঠক করে তিনি জানান, বাণিজ্যিক চুক্তির পাশাপাশি এ বার সিনোফার্মের সঙ্গে যৌথ উদ্যোগে বাংলাদেশেও করোনা টিকা তৈরি করা হবে।

এ কে আব্দুল মেনন বলেন, “চিনের কাছ থেকে এখনও অবধি ৭০ লক্ষ টিকা কেনা হয়েছে। এই পাশেও টিকা আমদানি করা হবে। নিরবিচ্ছিন্নভাবে আমাদের টিকা সরবরাহের প্রতিশ্রুতি দিয়েছে সিনোফার্ম। ইতিমধ্যেই কত সংখ্যক টিকার প্রয়োজন আমাদের, তা জানানো হয়েছে।”