শুধু ভারত নয়, অন্য দেশ থেকেও টিকা আনার চেষ্টায় বাংলাদেশ

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮০ জন।

শুধু ভারত নয়, অন্য দেশ থেকেও টিকা আনার চেষ্টায় বাংলাদেশ
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Apr 21, 2021 | 6:08 PM

ঢাকা: বিশ্বের একাধিক দেশে চলছে করোনা টিকাকরণ। পিছিয়ে নেই বাংলাদেশও (Bangladesh)। ভারত থেকে যে কোভিশিল্ড পৌঁছেছিল, তা দিয়ে টিকাকরণ চলছে সেখানে। ভ্যাকসিন মৈত্রীর মাধ্যমে ভারত প্রথম প্রতিবেশি দেশগুলিকে করোনা টিকা দিয়েছিল। সেই টিকা পেয়েছিল বাংলাদেশ। তবে শুধু ভারত নয়, অন্যান্য দেশ থেকেও টিকা আনার উদ্যোগ নিয়েছে হাসিনা প্রশাসন। এমনটাই জানালেন সে দেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ।

বুধবার ক্লিনিক ভবনে টিকার দ্বিতীয় ডোজ় নেন হাছান মাহমুদ। এরপরই সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, অন্যান্য দেশ থেকে টিকা আনার জন্য উদ্যোগ নিয়েছেন শেখ হাসিনা। পাশাপাশি তিনি করোনা টিকার দ্বিতীয় ডোজ় নিয়ে অপপ্রচার হচ্ছে বলেও অভিযোগ করেন। তথ্যমন্ত্রী বলেন, “ইতিমধ্যেই ১৭ লক্ষ মানুষ করোনা টিকার দ্বিতীয় ডোজ় পেয়েছেন।”

শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করে তিনি জানান, প্রধানমন্ত্রী সকলকে স্বাস্থ্য সুরক্ষা দেওয়ার কাজ প্রথম থেকেই করেছেন। তাঁর দাবি, টিকাকরণের ক্ষেত্রে অনেক উন্নত দেশের থেকেও এগিয়ে আছে বাংলাদেশ। প্রসঙ্গত, ভারতের টিকাতেই টিকারণ হচ্ছে পদ্মাপারে। সে দেশে সংক্রমণ রুখতে এখন ‘সর্বাত্মক লকডাউন’ চলছে। কিন্তু তারপরেও সম্ভব হচ্ছে না সংক্রমণ রোখা। গত ২৪ ঘণ্টায় বাংলাদেশে করোনা আক্রান্ত হয়েছেন ৪ হাজার ২৮০ জন। মৃত্যু হয়েছে ৯৫ জনের।

আরও পড়ুন: জর্জ ফ্লয়েড হত্যাকাণ্ড: দোষী সাব্যস্ত শ্বেতাঙ্গ পুলিশ, ‘যুগান্তকারী রায়’ আদালতের