‘দ্রুত ভ্যাকসিন পাঠান’, ভারতকে আর্জি বাংলাদেশের

ভারত ভ্যাকসিন রফতানি বন্ধ করে দিতে বিপদে পড়েছে বাংলাদেশ। আমেরিকার কাছেও হাত পেতেছে তারা।

'দ্রুত ভ্যাকসিন পাঠান', ভারতকে আর্জি বাংলাদেশের
ফাইল ছবি
Follow Us:
| Updated on: May 19, 2021 | 9:59 PM

ঢাকা: দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় নাজেহাল ভারত বিদেশ ভ্যাকসিন রফতানি বন্ধ করেছে। আর তাতেই বিপাকে বাংলাদেশ। দ্রুত ভ্যাকসিন চেয়ে ভারতের বিদেশমন্ত্রীর কাছে আর্জি জানাল বাংলাদেশ। মঙ্গলবার বাংলাদেশের বিদেশমন্ত্রী ড. আব্দুল মোমেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ফোনে এই বিষয়ে অনুরোধ করেছেন।

জয়শঙ্কর বলেছেন, বাংলাদেশে অ্যাস্ট্রাজেনেকার টিকার দ্বিতীয় ডোজের চাহিদা সম্পর্কে তিনি অবগত। এই অবস্থায় ড. মোমেন ভারতে ঘূর্ণিঝড়-সহ করোনা আক্রান্ত ও মৃতদের প্রতি শোক প্রকাশ করেন এবং তাঁদের আত্মার শান্তি কামনা করেন।

বাংলাদেশের বিদেশমন্ত্রী আরও জানান, ভারত যেহেতু সময়মতো টিকা দিতে পারছেনা, তাই বাংলাদেশকে অতি দ্রুত টিকা প্রদানের জন্য আমেরিকাকে অনুরোধ করা হয়েছে। বাংলাদেশকে টিকা প্রদানের জন্য ইতিমধ্যেই আমেরিকাকে অনুরোধ করেছে প্রবাসী বাংলাদেশি ডা. এএফএম হকের নেতৃত্বে চিকিৎসক, ইঞ্জিনিয়ার, অধ্যাপকসহ সে দেশে প্রতিষ্ঠিত বিভিন্ন স্তরের ১০১৪ জন প্রবাসী। বাংলাদেশি-আমেরিকান স্বাক্ষরিত একটি আবেদন হোয়াইট হাউসে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: দুই মেদিনীপুরে আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক, এখনও শীর্ষে উত্তর ২৪ পরগণা

এ ছাড়া বঙ্গবন্ধু ফাউন্ডেশনের মার্কিন শাখা, মুক্তিযোদ্ধা কাউন্সিল এবং জর্জিয়ার স্টেট সেনেটর শেখ রহমানও বাংলাদেশকে টিকা প্রদানের জন্য হোয়াইট হাউসকে অনুরোধ করেছেন। প্রবাসী বাংলাদেশিরা জানান, তাঁরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছিলেন, বাংলাদেশের করোনার আক্রান্তের হার ও মৃতের সংখ্যা তূলনামূলকভাবে কম থাকায় বাংলাদেশ অগ্রাধিকারের তালিকায় নেই।