Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bangladesh News: আমি লজ্জিত, বিব্রত বোধ করছি: শিক্ষামন্ত্রী

Bangladesh News: সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকায় বেশ কিছু স্কুল বন্ধ করে আওয়ামি লিগের থানা ও ওয়ার্ড ভিত্তির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল।

Bangladesh News: আমি লজ্জিত, বিব্রত বোধ করছি: শিক্ষামন্ত্রী
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jul 28, 2022 | 12:35 PM

ঢাকা: কয়েকদিন আগেই শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে রাজনৈতিক কর্মসূচি পালনের জন্য বিতর্কে জড়িয়ে ছিল বাংলাদেশের শাসক দল আওয়ামি লিগ। সেই কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকায় শিক্ষামন্ত্রী দীপু মনিকে ঘিরে বিতর্ক তৈরি হয়েছিল। এবার সেই প্রসঙ্গে মুখ খুললেন স্বয়ং শিক্ষামন্ত্রী দীপু মনি। দীপু মনি জানিয়েছেন, পাঁচটি স্কুল বন্ধ করে যে রাজনৈতিক কর্মসূচি আয়োজন করা হয়েছিল, তাতে উপস্থিত থেকে শিক্ষামন্ত্রী হিসেবে লজ্জিত বোধ করছেন তিনি। রাতে সেগুনবাগিচার আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটের এক অনুষ্ঠানে উপস্থিত থেকে এ কথা জানিয়েছেন শিক্ষামন্ত্রী।

সোমবার বাংলাদেশের রাজধানী ঢাকার দক্ষিণখান এলাকায় বেশ কিছু স্কুল বন্ধ করে আওয়ামি লিগের থানা ও ওয়ার্ড ভিত্তির ত্রিবার্ষিক সম্মেলন হয়েছিল। সেখানে অন্যান্য নেতৃত্বের সঙ্গে শিক্ষামন্ত্রী তথা বাংলাদেশ আওয়ামি লিগ কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনিও উপস্থিত ছিলেন। প্রথম আলোতে প্রকাশিত প্রতিবেদন থেকে জানা গিয়েছে, বুধবার শিক্ষামন্ত্রী জানিয়েছেন, অনুষ্ঠান শেষের পর তিনি জানতে পারেন স্কুল বন্ধ করে অনুষ্ঠানটি আয়োজন করা হয়েছে। এমনকী অনুষ্ঠানের প্রস্তুতি হিসেবে আগের কয়েকটি দিন প্যান্ডেল ও মঞ্চ তৈরি করার সময়ও সমস্যার মুখে পড়েছিল স্কুল পড়ুয়ারা। স্কুলের পঠন-পাঠন বিঘ্নিত হয়েছিল। এমন ঘটনার কারণে শিক্ষামন্ত্রী হিসেবে তিনি লজ্জিত ও দুঃখিত, বলেই জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার আস্থাভাজন কেন্দ্রীয় মন্ত্রিসভার এই সদস্য।

এদিন শিক্ষামন্ত্রী বলেন, “দিন দিন খেলার মাঠের সংখ্যা কমে যাচ্ছে। সেই কারণে বিভিন্ন অনুষ্ঠানে স্কুলের মাঠ ব্যবহার করা হয়। সরকারি নির্দেশিকা অনুযায়ী শিক্ষা প্রতিষ্ঠানের অনুষ্ঠান স্কুলের মাঠে হওয়া বাঞ্ছনীয়। সেখানে শিক্ষার কার্যক্রম ব্যাহত করে অনুষ্ঠানটি হওয়ায় আমি ভীষণ বিব্রত। আমার অজান্তেই গোটা ঘটনাটি ঘটেছে”। দীপু মনির অনুরোধ এরপর থেকে বিভিন্ন রাজনৈতিক, ধর্মীয়, ও সাংস্কৃতিক অনুষ্ঠান যেন বিকল্প স্থানে করা হয়। এলাকায় যদি স্কুলের মাঠ ছাড়া অন্য কোনও বিকল্প না থাকে তবে যেন ছুটির দিন অনুষ্ঠানের আয়োজন করা হয়।।