সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে সম্মানিত ১৭ বছরের বাংলাদেশি কিশোর

কিডসরাইটস ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ (২০২০) - এ স্মারক সহ ১০ কোটি টাকা (১ লক্ষ ইউরো) দেওয়া হয়েছে সাদাৎ-কে।

সাইবার অপরাধের বিরুদ্ধে লড়াই, আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কারে সম্মানিত ১৭ বছরের বাংলাদেশি কিশোর
আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার জয়ী সাদাৎ। ছবি- ফেসবুক
Follow Us:
| Updated on: Nov 23, 2020 | 9:35 AM

TV9 বাংলা ডিজিটাল: শিশুদের ওপর সাইবার অপরাধ (Cybercrime)! রুখে দাঁড়াল বাংলাদেশি কিশোর। নিজস্ব অ্যাপ তৈরি করে গোটা বিশ্বকে দেখিয়ে দিল, কাঁটা দিয়েই কাঁটা তোলা সম্ভব। ১৭ বছরেরে সাদাৎ রহমান (Sadat Rahman) ‘সাইবার টিনস’ (Cyber Teens) নামের একটি অ্যাপ তৈরি করেছে, যার সাহায্যে শিশুদের সাইবার বুলিংয়ের (Cyber Bullying) থেকে বাঁচানো গিয়েছে। কিশোর সাদাৎ-এর কীর্তিকে সম্মানিত করেছে আন্তর্জাতিক সংস্থা।

কিডসরাইটস আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার ২০২০ (Children’s Peace Prize) – দেওয়া হল সাদাৎ রহমানকে। সম্মানিত হওয়ার পর নরাইলের ছেলে সাদাৎ সংবাদ সংস্থাকে জানিয়েছেন, “টিনেজারদের ওপর সাইবার বুলিংয়ের মতো ঘটান দিনে দিনে বাড়ছে, এই সময়েই একটি কঠোর পদক্ষেপের প্রয়োজন ছিল। ।” সাদাৎ-এর অ্যাপ ‘সাইবার টিনস’ – সাইবার অপরাধের শিকার হওয়া টিনেজারের সঙ্গে যোগাযোগ করে বিষয়টি পুলিসের কাছে নথিভুক্ত করতে সহায়তা করে। এই গোটা কাজেই নিযুক্ত রয়েছে একটি স্বেচ্ছাসেবী দল, যার নাম ‘নরাইল ভলেন্টিয়ারস’।

সাইবার অপরাধের শিকার হওয়া ১৫ বছরের এক কিশোরীর আত্মহত্যার ঘটনার পরই এই অ্যাপ তৈরির কথা ভাবেন সাদাৎ। সাদাৎ-এর কথায়, “আমারা সিদ্ধান্ত নিলাম শিশুরা যে অপরাধের শিকার হচ্ছে, তার বিরুদ্ধে এখনই পদক্ষেপ নেওয়া জরুরি।” কিডসরাইটস ইন্টারন্যাশনাল চিলড্রেনস পিস প্রাইজ (২০২০) – এ স্মারক সহ ১০ কোটি টাকা (১ লক্ষ ইউরো) দেওয়া হয়েছে সাদাৎ-কে। এই টাকা সে তার প্রজেক্টে খরচ করবে বলে জানিয়েছে। শুধু নরাইল নয়, গোটা বাংলাদেশেই যেন ‘সাইবার টিনস’ অ্যাপের সুবিধা পাওয়া যায়, তার জন্য সর্বোতভাবে চেষ্টা করছে সাদাৎ রহমান।