Modi-Yunus meet: সেপ্টেম্বরের শুরুতেই মোদীর মুখোমুখি, হাসিনাকে ফেরানোর দাবি জানাবেন ইউনুস?

Modi-Yunus meet: সেপ্টেম্বরের শুরুতেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক গোষ্ঠীর শীর্ষ সম্মেলন হওয়ার কথা। এই সম্মেলনে য়োগ দেবেন দুই দেশের দুই রাষ্ট্রনেতাই। বিমসটেক শীর্ষ সম্মেলনের পাশাপাশিই নরেন্দ্র মোদীর সঙ্গে মহম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নির্ধারিত হয়েছে।

Modi-Yunus meet: সেপ্টেম্বরের শুরুতেই মোদীর মুখোমুখি, হাসিনাকে ফেরানোর দাবি জানাবেন ইউনুস?
মহম্মদ ইউনুস ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীImage Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Aug 20, 2024 | 11:42 PM

ঢাকা: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসতে চলেছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান, ড. মহম্মদ ইউনুস। সেপ্টেম্বরের শুরুতেই থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে বিমসটেক গোষ্ঠীর শীর্ষ সম্মেলন হওয়ার কথা। এই সম্মেলনে য়োগ দেবেন দুই দেশের দুই রাষ্ট্রনেতাই। বিমসটেক শীর্ষ সম্মেলনের পাশাপাশিই নরেন্দ্র মোদীর সঙ্গে মহম্মদ ইউনুসের দ্বিপাক্ষিক বৈঠক হবে বলে নির্ধারিত হয়েছে। বাংলাদেশে পালা বদলের পর এই প্রথম দুই দেশের রাষ্ট্রপ্রধানের বৈঠক হতে চলেছে। শেখ হাসিনা এখনও ভারতেই আছেন। তবে, তাঁর বিরুদ্ধে দেশে দায়ের হচ্ছে একের পর এক মামলা। এই অবস্থায় বৈঠকে কি তাঁকে বাংলাদেশে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানাবেন ইউনুস? সেদিকে চোখ থাকবে সকলের। এছাড়া, তিস্তা জল বন্টন এবং বাংলাদেশের মধ্য দিয়ে ভারতের ট্রেন চলার মতো বিষয়গুলি নিয়েও আলোচনা হতে পারে বলে মনে করা হচ্ছে।

ব্যাংকক সফরই হবে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা, নোবেল বিজয়ী ড. মহম্মদ ইউনুসের প্রথম বিদেশ সফর। তার প্রস্তুতি ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে ঢাকা সূত্রে। ২-৪ সেপ্টেম্বর হওয়ার কথা বিমসটেক শীর্ষ সম্মেলন। শীর্ষ সম্মেলনে অংশ নিতে আগামী ৩ সেপ্টেম্বর থাইল্যান্ড যাবেন ইউনুস। মঙ্গলবার (২০ অগস্ট), বাংলাদেশ বিদেশ মন্ত্রকের কর্তারা জানিয়েছেন, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সফরের প্রস্তুতির জন্য ইতিমধ্যেই বাংলাদেশের রাষ্ট্রদূত ফাইয়াজ মুর্শেদ কাজীকে জরুরি ভিত্তিতে ব্যাংককে পাঠানো হয়েছে।

সাত দেশের আঞ্চলিক জোট হল বিমসটেক। এবার এই গোষ্ঠীর ষষ্ঠ শীর্ষ সম্মেলন হতে চলেছে। ভারত-সহ এই গোষ্ঠীর সকল সদস্য দেশের রাষ্ট্রপ্রধানরাই এই শীর্ষ সম্মেলনে যোগ দেবেন। বাংলাদেশের বিদেশ মন্ত্রকের কর্তারা জানিয়েছেন, ৩ সেপ্টেম্বর ব্যাংককের উদ্দেশ্যে ঢাকা ছাড়বেন ইউনুস। সম্মেলনের কাজ সেরে ৫ সেপ্টেম্বর ঢাকা ফিরবেন তিবনি। এর মধ্যে, ৪ সেপ্টেম্বর তিনি বিমসটেক শীর্ষ সম্মেলনে বক্তৃতা দেওয়ার কথা রয়েছে তাঁর। শীর্ষ সম্মেলনের ফাঁকেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি। তবে, সেই বৈঠক ঠিক কবে হবে, তা এখনও জানা যায়নি। এই বিষয়ে নয়া দিল্লির পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি। এর আগে, গত ১৬ অগস্ট প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ফোন করেছিলেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। বাংলাদেশে হিন্দু ও সংখ্য়ালঘুদের নিরাপত্তা নিশ্চিত করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।