Bomb Blast: প্রাক্তন প্রেসিডেন্টের মৃত্যুর দিনই বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, আহত পুলিশকর্মী সহ অনেকে

কুয়েত্তা শহরে পাকিস্তান সুপার লিগ (PSL) ক্রিকেট ম্যাচ চলছে। ফলে শহরজুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে। তার মধ্যেই একেবারে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে।

Bomb Blast: প্রাক্তন প্রেসিডেন্টের মৃত্যুর দিনই বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান, আহত পুলিশকর্মী সহ অনেকে
কুয়েত্তায় বিস্ফোরণ।
Follow Us:
| Edited By: | Updated on: Feb 05, 2023 | 6:10 PM

কুয়েত্তা: ফের বিস্ফোরণে কেঁপে উঠল পাকিস্তান। একেবারে প্রাক্তন প্রেসিডেন্ট পারভেজ মুশারফের প্রয়াণের দিনই ভয়াবহ বিস্ফোরণে রক্তাক্ত হল পাকিস্তান। রবিবার বালুচিস্তান প্রদেশের কুয়েত্তায় এই বিস্ফোরণে কমপক্ষে ৫ জন গুরুতর জখম হয়েছেন। যার মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন সকালে বালুচিস্তান প্রদেশের কুয়েত্তা শহরের এফ.সি মুস্সা চেকপয়েন্টের কাছে একটি ভয়াবহ বোমা বিস্ফোরণ ঘটে। একেবারে কুয়েত্তা পুলিশ হেডকোয়ার্টার এবং কুয়েত্তা ক্যান্টনমেন্টে প্রবেশপথের কাছেই বিস্ফোরণটি ঘটে। ঘটনায় কমপক্ষে ৫ জন গুরুতর জখম হয়েছন। বর্তমানে তাঁরা কুয়েত্তা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনাস্থলে নিরাপত্তাবাহিনী মোতায়েন করা হয়েছে। তেহরিক-ই-তালিবান (TTP) জঙ্গি সংগঠন এই বিস্ফোরণের দায় স্বীকার করেছে।

বর্তমানে কুয়েত্তা শহরে পাকিস্তান সুপার লিগ (PSL) ক্রিকেট ম্যাচ চলছে। ফলে শহরজুড়ে কড়া নিরাপত্তা মোতায়েন রয়েছে। তার মধ্যেই একেবারে পুলিশ হেডকোয়ার্টারের সামনে এই বিস্ফোরণের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। যদিও এই বিস্ফোরণে কোনও খেলোয়াড় আহত হননি। পুলিশকে নিশানা করেই যে বিস্ফোরণটি ঘটানো হয়েছে, তা একপ্রকার স্পষ্ট।

প্রসঙ্গত, গত সোমবারই পাকিস্তানের উত্তর-পশ্চিমের পেশোয়ারে একটি মসজিদে প্রার্থনার সময় একটি জোরাল বোমা বিস্ফোরণ ঘটে। এক আত্মঘাতী বোমারু মসজিদের ভিতরে বিস্ফোরণটি ঘটায়। ঘটনায় শতাধিক নিরীহ মানুষের মৃত্যু হয় এবং ১৫০-এর বেশি জন গুরুতর জখম হন। হতাহতদের মধ্যে অধিকাংশই ছিলেন পুলিশকর্মী। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে কুয়েত্তায় বোমা বিস্ফোরণ ঘটল।

উল্লেখ্য, বর্তমানে চরম আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে পাকিস্তান। নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম আকাশছোঁয়া। যা নিয়ে উদ্বিগ্ন পাক সরকার। এর মধ্যে একের পর এক বিস্ফোরণের ঘটনায় শাহবাজ শরিফ সরকারের উপর স্বাভাবিকভাবেই চাপ বাড়াচ্ছে।