Brazil: প্রেমিকার চিৎকার থামিয়ে, তার মুখে নিজের নাম ‘ট্যাটু’ করে দিল প্রেমিক
Brazil man tattoos his name on his girlfriend's face: প্রেমে ব্যর্থ হয়ে ব্রাজিলের সাও পাওলোর এক যুবক, তার প্রাক্তন প্রেমিকাকে অপহরণ করে তাঁর মুখে নিজের নাম ট্যাটু করে দিয়েছে বলে অভিযোগ উঠেছে।
সাও পাওলো: প্রেমে বিচ্ছেদ অনেকেই মেনে নিতে পারেন না। বিশেষ করে প্রেমিকার প্রত্যাখ্যান অনেক পুরুষেরই পৌরুষে আঘাত করে। হারানো প্রেম ফিরে পাওয়ার জন্য অনেকেই অপরাধমূলক রাস্তা নিয়ে থাকেন। তবে, ব্রাজিলের সাও পাওলোর এক পাগল প্রেমিক, তার প্রাক্তন প্রেমিকার সঙ্গে এমন কাজ করে বসল, যা গোটা বিশ্বে সাড়া ফেলে দিয়েছে। কিশোরীর অভিযোগ, তাঁকে প্রথমে অপহরণ করা হয়। আর সেই কাজে তাঁর প্রাক্তন প্রেমিককে সাহায্য করেছিল তার বাবা। এরপর, তাঁকে আটকে রেখে জোর করে তাঁর মুখে নিজের নাম ট্যাটু করে দিয়েছে তাঁর প্রাক্তন প্রেমিক!
এই ঘটনার সূত্রপাত, প্রায় ছয় বছর আগে। সেই সময়ই তায়ানে ক্যালডাসের সঙ্গে প্রথম পরিচয় হয়েছিল গ্যাব্রিয়েল কোয়েলহোর। তখন তারা দুজনেই সদ্য কৈশোরে পা রেখেছে। তবে, গত দুই বছর ধরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে উঠেছিল। অতি সম্প্রতি অবশ্য সেই সম্পর্ক ভেঙে গিয়েছিল। ১৮ বছরের তায়ানেই সম্পর্ক থেকে বেরিয়ে এসেছিলেন। কিন্তু ‘ব্রেকআপ’ মেনে নিতে পারেনি গ্যাব্রিয়েল।
তায়ানের অভিযোগ, গত শুক্রবার তিনি প্রতিদিনের মতো কলেজে যাচ্ছিলেন। রাস্তায় গ্যাব্রিয়েল একটি গাড়ি নিয়ে এসে তাঁর পথ আটকেছিল। তাঁকে ওই গাড়িতে উঠতে বাধ্য করেছিল। সবথেকে বিস্ময়কর হল, গাড়িটি চালাচ্ছিলেন গ্যাব্রিয়েলের বাবা হোসে কোয়েলহো। কিশোরীর দাবি, এরপর তাঁকে কোয়েলহোদের বাড়িতে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে গ্যাব্রিয়েল জোর করে পুরো নামটি তায়ানের মুখে ট্যাটু করে দিয়েছিল। তায়নের আরও অভিযোগ, ট্যাটু করার সময় তাকে বেঁধে রাখা হয়েছিল। সে সাহায্যের জন্য চিৎকার করছিল। তবে, চিৎকার করা বন্ধ করে তাকে ট্যাটু করতে না দিলে তায়ানেকে মেরে ফেলার হুমকি দিয়েছিল গ্যাব্রিয়েল। শেষ পর্যন্ত তায়নের ডান কানের পাশ থেকে শুরু করে তাঁর ডান চিবুকের পাশে শেষ হয় সেই ট্যাটু।
মেয়ে বাড়ি না ফেরায় চিন্তায় পড়েছিলেন তায়নের মা ডেবোরা ভেলোসো। শনিবারই তিনি স্থানীয় থানায় তাঁর মেয়ে নিখোঁজ হয়ে গিয়েছে বলে অভিযোগ জানিয়েছিলেন। তবে পরে নিজেই গ্যাব্রিয়েবের বাড়ি যান এবং সেখান থেকে মেয়েকে উদ্ধার করে বাড়িতে নিয়ে এসেছিলেন। তায়ানে প্রথমে ‘মেকআপ’ করে ট্যাটুটি ঢেকে পুরো ঘটনাটা চেপে যাওয়ার পরিকল্পনা করেছিলেন। কিন্তু, তাঁর মা ডেবোরা ভেলোসো তা হতে দেননি। মেয়েকে নিয়ে স্থানীয় থানায় গিয়ে পুরো ঘটনা জানিয়ে অভিযোগ দায়ের করেছিলেন।
সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ গ্যাব্রিয়েল কোয়েলহোকে হেফাজতে নিয়েছে। গ্যাব্রিয়েল তার প্রাক্তন প্রেমিকাকে অপহরণ করার কথা অস্বীকার করলেও, তাঁর মুখে নিজের নাম ট্যাটু করার কথা সগর্বে মেনে নিয়েছে। সে আরও বলেছে, ট্যাটুটি করতে পেরে সে খুব খুশি হয়েছে। তার বাবাকেও পুলিশ জিজ্ঞাসাবাদ করেছে, তবে তাকে হেফাজতে নেওয়া হয়নি।
তারপরও তায়ানে ক্যালডাসের আতঙ্ক যাচ্ছে না। স্থানীয় এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘আমার খুব ভয় করছে। সবাই জানে ওকে বেশি দিন কারাগারে আটকে রাখা যাবে না’। তবে, মুখের ট্যাটুটি মুছে ফেলার জন্য বুধবার থেকে তিনি লেজার চিকিত্সা শুরু করেছেন।