Video: হোয়াইট হাউসের গেটে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকল অজ্ঞাত গাড়ি, প্রশ্নের মুখে বাইডেনের নিরাপত্তা

White house: মার্কিন প্রেসিডেন্টের বাসভবন হোয়াইট হাউসের গেটে ধাক্কা মারল অজ্ঞাত পরিচিত একটি গাড়ি। বলা যায়, একেবারে গেট ভেঙে ভিতরের দিকে ঢুকে যায় গাড়িটি। সোমবার সন্ধ্যার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় গাড়ির চালককে গ্রেফতারও করেছে হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস।

Video: হোয়াইট হাউসের গেটে ধাক্কা দিয়ে ভিতরে ঢুকল অজ্ঞাত গাড়ি, প্রশ্নের মুখে বাইডেনের নিরাপত্তা
হোয়াইট হাউসের গেটের সঙ্গে গাড়ির ধাক্কা।Image Credit source: Reuters
Follow Us:
| Updated on: Jan 09, 2024 | 10:10 AM

ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ নিরাপত্তা বেষ্টিত কমপ্লেক্স হল হোয়াইট হাউস। আর হবে না-ই বা কেন! মার্কিন প্রেসিডেন্টের বাসভবন এটি। এবার সেই হোয়াইট হাউসের গেটে ধাক্কা মারল অজ্ঞাত পরিচিত একটি গাড়ি। বলা যায়, একেবারে গেট ভেঙে ভিতরের দিকে ঢুকে যায় গাড়িটি। সোমবার সন্ধ্যার এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। প্রশ্ন উঠছে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের নিরাপত্তা নিয়েও। যদিও ঘটনার পরই গাড়ির চালককে গ্রেফতারও করেছে হোয়াইট হাউসের নিরাপত্তার দায়িত্বে থাকা সিক্রেট সার্ভিস।

হোয়াইট হাউস সূত্রে খবর, স্থানীয় সময়, সোমবার সন্ধ্যা ৬টা নাগাদ হোয়াইট হাউস চত্বরের বাইরের একটি ধাক্কা মারে একটি চারচাকা গাড়ি। সঙ্গে সঙ্গেই অবশ্য ওই গাড়ি এবং গাড়ির চালককে আটক করেছে সিক্রেট সার্ভিস। এই ঘটনার পিছনে বিশেষ কোনও কারণ বা চক্রান্ত রয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে বলে সিক্রেট সার্ভিসের মুখপাত্র জানিয়েছেন।

হোয়াইট হাউসের গেটে অজ্ঞাত গাড়ির ধাক্কা মারার ঘটনা এটাই প্রথম নয়। এর আগেও বেশ কয়েকবার এরকম ঘটনা ঘটেছে। তবে সামনেই প্রেসিডেন্ট নির্বাচন। তার আগে এই ঘটনায় জো বাইডেনের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও ঘটনার সময় বাইডেন হোয়াইট হাউসে ছিলেন না বলে সিক্রেট সার্ভিস সূত্রে খবর। এটা নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও কারণ রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ। গাড়িটি পেনসিলভেনিয়ার দিক থেকে আসছিল। চালককে পাকড়াও করে পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানিয়েছে পুলিশ।

প্রসঙ্গত, ২০১৭ সালে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট থাকাকালীন সময়েও হোয়াইট হাউসের নিরাপত্তার ফাঁক প্রকট হয়ে দেখা দিয়েছিল। সেই সময় অজ্ঞাত পরিচিত এক যুবক নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে হোয়াইট হাউসের দেওয়াল ও কার্নিশ বেয়ে উপরে উঠেছিল। প্রায় ১৫ মিনিট সে হোয়াইট হাউস চত্বরে ছিল। তারপর তাকে দেখতে পেয়ে গ্রেফতার করেন নিরাপত্তারক্ষীরা। এই ঘটনার আগে ২০২২ সালে তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামারও নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছিল। সেই সময় মার্কিন সেনার এক অবসরপ্রাপ্ত কর্মী ছুরি নিয়ে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে পাঁচিল টপকে হোয়াইট হাউসের ভিতরে ঢুকেছিলেন। নিরাপত্তাকর্মীরা তাঁকে দেখতে পেয়ে পাকড়াও করতে গেলে তিনি পকেট থেকে ছুরি বের করে পাল্টা তেড়ে আসেন। শেষ পর্যন্ত অবশ্য তাঁকে পাকড়াও করা হয়।