Taliban Founder: তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের গাড়ি ছিল মাটির তলায়, ২ দশক পর বের করলেন তালিবরা

Mulla Omar Car: তালিবান সরকারের তরফে জানা গিয়েছে, জাবুল প্রদেশের একটি গ্রামের বাগানের মধ্যে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল ওই গাড়িটি।

Taliban Founder: তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের গাড়ি ছিল মাটির তলায়, ২ দশক পর বের করলেন তালিবরা
তালিবান প্রতিষ্ঠাতার গাড়ি
Follow Us:
| Edited By: | Updated on: Jul 07, 2022 | 5:21 PM

কাবুল: তালিবানের প্রতিষ্ঠাতা ছিলেন মোল্লা ওমর। ৯/১১ হামলার পর আফগানিস্তানে হামলা চালিয়েছিল আমেরিকার সেনা। সেই হামলা থেকে বাঁচতে গাড়ি করে পালিয়ে বেড়াতেন ওমর। সেই গাড়ি মাটিতে চাপা দিয়ে লুকিয়ে রাখা ছিল প্রায় ২ দশক। সম্প্রতি তালিবান অফিসিয়ালদের নির্দেশের পর সেই গাড়ি মাটি খুঁজে বের করা হয়েছে। ওমরের সেই টয়োটা গাড়িটি কাবুলের জাতীয় সংগ্রহশালায় রাখার চিন্তা ভাবনা করছে তালিবান সরকার। তালিবান সরকারের তরফে জানা গিয়েছে, জাবুল প্রদেশের একটি গ্রামের বাগানের মধ্যে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল ওই গাড়িটি। আব্দুল জব্বর ওমারি নামের এক তালিবের নেতৃত্বে মাটি চাপা দেওয়া হয়েছিল ওমরের গাড়ি।

মাটি থেকে সেই গাড়ি খুঁড়ে বের করার একটি ছবি সম্প্রতি প্রকাশ করেছে তালিবান সরকার। বিষয়টি নিয়েো জাবুল প্রদেশে তথ্য এবং সংস্কৃতি বিভাগের ডিরেক্টর রহমাতুল্লা হামাদ বলেছন, “গাড়িটির অবস্থা এখনও ভালই রয়েছে। কেবল মাত্র গাড়ির সামনের দিক একটু ক্ষতিগ্রস্ত হয়েছে। মুজাহিদিনরা ওমরের স্মৃতি বিজরিত গাড়ি যাতে হারিয়ে না যায় সে জন্য মাটি চাপা দিয়ে রেখেছিল। ২০০১ সালে সেটিকে মাটি চাপা দেওয়া হয়।  ” ‘ঐতিহাসিক স্মৃতি’ হিসাবে তালিবান সরকার ওই গাড়িকে কাবুলের জাতীয় সংগ্রহশালায় রাখার চিন্তা করছে বলেও জানিয়েছেন তিনি।

মোল্লা ওমর কান্দাহার প্রদেশে তালিবানের প্রতিষ্ঠা করেন। ইসলামিক আন্দোলন তিনি ছড়িয়েছিলেন আফগানিস্তান জুড়ে। ১৯৯৬ সালে রক্তক্ষয়ী গৃহযুদ্ধের পর ক্ষমতায় এসেছিল তালিবান। ক্ষমতায় এসেই কঠোর ইসলাম শাসন জারি করেন ওমর। এরপর থেকেই আফিগানিস্তান বিভিন্ন জিহাদি দলের মূল আশ্রয়স্থল হয়ে ওঠে। আমেরিকায় ৯/১১ হামলার মূলচক্রী ওসামা বিন লাদেন ও আয় কায়দা সক্রিয় ছিল আফগানিস্তানে। সে সময় লাদেনকে তাদের হাতে তুল দেওয়ার জন্য তালিবানকে জানিয়েছিল আমেরিকা। কিন্তু তালিবান রাজি না হওয়া পরই আফগানিস্তানে হামলা চালায় তালিবান। সেই হামলা থেকে বাঁচতে টোয়টা গাড়ি করেই কান্দাহার থেকে পালিয়েছিলেন মোল্লা ওমর। ওই গাড়ি করেই মার্কিন হামলা থেকে বাঁচতে নিরাপদ আশ্রয়ে যেতেন তিনি।

আফগানিস্তানে হামলা চালিয়ে তালিবানকে সরকার থেকে সরিয়ে নতুন সরকার গঠন করে আমেরিকা। তার পর দীর্ঘ ২ দশক আফগানিস্তানে ছিল আমেরিকার সেনা। তার পর ২০২১ সালে আফগানিস্তান থেকে সেনা সরানোর ঘোষণা করেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এর পর ফের কাবুল সহ আফিগানিস্তানের বিভিন্ন প্রদেশ চলে যায় তালিবানদের দখলে। ফের তালিবান সরকার করেছে আফগানিস্তানে। যদিও তালিবান প্রতিষ্ঠাতা মোল্লা ওমরের মৃত্যু আগেই হয়েছিল। কিন্তু সেই মৃত্য়ুর খবর বেশ কয়েক বছর লুকিয়ে রেখেছিল তালিবান।