China Sending Aid To Pakistan : ভয়াবহ বন্যার কবলে ‘বন্ধু’ দেশ, বৃহত্তম সামরিক বিমানে ত্রাণ পাঠাচ্ছে চিন
China Sending Aid To Pakistan : রেকর্ড বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা পরিস্থিতি পাকিস্তানে। এবার চিনের তরফে দুটি সামরিক বিমানে ত্রাণ পাঠানো হচ্ছে পাকিস্তানে।
বেজিং : পাকিস্তানে বন্যা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। এবার রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে সেখানে। সেদেশের জলবায়ু পরিবর্তন মন্ত্রী শেরি রেহমান জানিয়েছেন পাকিস্তানের এক তৃতীয়াংশ এলাকাই এখন জলের নীচে চলে গিয়েছে। বন্য়া কবলে পড়ে ক্রমশ বাড়ছে মৃত্যুর সংখ্য়া। ইতিমধ্যেই হাজার ছাড়িয়ে গিয়েছে মৃতের সংখ্যা। এই পরিস্থিতিতে একাধিক দেশের থেকে ত্রাণের দিকে তাকিয়ে রয়েছে পাকিস্তান। ‘বন্ধু’ দেশের এই পরিস্থিতিতে হাত গুটিয়ে বসে থাকতে পারে না চিন। ত্রাণের জন্য এগিয়ে এসেছে ড্রাগনের দেশ।
মঙ্গলবার দেশের দুটি সবচেয়ে বড় সামরিক কার্গো বিমান Y-20 পাঠিয়েছে চিন। বন্য়া দুর্গত পাকিস্তানে ত্রাণ পাঠানোর জন্য রওনা দিয়েছে চিনের বিমান। এই কার্গো বিমানে ৬০ টন ত্রাণ সামগ্রী বহন করা সম্ভব। দক্ষিণ-পশ্চিম চিনের সিচুয়ানের একটি বিমান বন্দর থেকে রওনা দিয়েছে এই দুটি বিমান। এর আগেই পাকিস্তানের বন্য়ায় সহানুভূতি প্রকাশ করেছিলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। মঙ্গলবার রাতেই সেই বিমান করাচি বিমানবন্দরে পৌঁছে যাওয়ার কথা। চিনের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ঝাও লিজিয়ান জানিয়েছেন, ৩ হাজার তাঁবু সহ অন্যান্য ত্রাণ সামগ্রী পাঠানো হচ্ছে এই বিমানে। তবে এখানেই শেষ নয়। গ্লোবাল টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বুধবার আরও কিছু ত্রাণ সামগ্রী নিয়ে পাকিস্তানের উদ্দেশে উড়ে যাবে চিনা বিমান।
এদিকে বন্য়া দুর্গত পাকিস্তানে ত্রাণ পাঠানো নিয়ে ভারত সরকারও আলোচনা করছে বলে জানা গিয়েছে। প্রসঙ্গত, এই বছর রেকর্ড বৃষ্টিপাত হয়েছে পাকিস্তানে। ৩৩ মিলিয়নের বেশি নাগরিক বন্যার কবলে পড়েছে। সেদেশের ৭২ টি জেলা এর ফলে ক্ষতিগ্রস্ত হয়েছে।