Flying Car: ‘উড়ন্ত গাড়ি’র পরীক্ষা করল চিন, গতি ঘণ্টায় ২৩০ কিমি, দেখুন ভিডিয়ো

China: জানা গিয়েছে, ওই উড়ন্ত গাড়িতে ম্যাগনেটিক লেভিটেশন (ম্যাগলেভ) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে।

Flying Car: ‘উড়ন্ত গাড়ি’র পরীক্ষা করল চিন, গতি ঘণ্টায় ২৩০ কিমি, দেখুন ভিডিয়ো
এই গাড়ির পরীক্ষা করেছে চিন
Follow Us:
| Edited By: | Updated on: Sep 19, 2022 | 9:08 PM

বেজিং: বছরের পর বছর ধরে উড়ন্ত গাড়ির দেখা মিল কল্পবিজ্ঞানে। সেই উন্নততর প্রযুক্তির সহায়তার এবার বাস্তবে রূপ পেতে চলেছে কল্পবিজ্ঞানের উড়ন্ত গাড়ি। চিনের এক দল বিজ্ঞানী সম্প্রতি এ রকম গাড়ির পরীক্ষা করেছেন বলে জানা গিয়েছে। চিনের জাতীয় সংবাদ সংস্থা জিনহুয়া এই তথ্য জানিয়েছে। চিনের সংবাদ সংস্থার দেওয়া তথ্য অনুসারে, দক্ষিণ পশ্চিম চিনের সিচুয়াং প্রদেশের জিয়াটং বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানীরা গত সপ্তাহে উড়ন্ত গাড়ির পরীক্ষা করেছেন। এই পরীক্ষার একটি ভিডিয়োও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। যাত্রীবাহী চার চাকাকে উন্নত রূপ দেওয়া হয়েছে ওই গাড়িতে। কন্টাকডর রেলের উপর মাটি থেকে ৩৫ মিলিমিটার উপরে উঠে যায় ওই গাড়ি।

জানা গিয়েছে, ওই উড়ন্ত গাড়িতে ম্যাগনেটিক লেভিটেশন (ম্যাগলেভ) প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। আটটি গাড়ির নীচে শক্তিশালী চুম্বকের স্ট্রিপের রাখা হয়েছিল। প্রায় ৮ কিলোমিটার দীর্ঘ এলাকায় সেই পরীক্ষা করা হয়েছে। সেখান দিয়ে যাওয়ার সময়ই গাড়ি গুলি মাটি থেকে উপরে উঠে যাচ্ছিল বলে দাবি করা হয়েছে চিনের সংবাদমাধ্যমের প্রতিবেদনে। এর মধ্যে একটি গাড়ির গতি ঘণ্টায় ২৩০ কিলোমিটার উঠেছিল বলে দাবি করা হয়েছে ওই প্রতিবেদনে।

সে দেশের সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সরকারি পরিবহণ সংস্থা গাড়ি চালনার সময় নিরাপত্তার বিষয়টি খতিয়ে দেখতে এই পরীক্ষা করেছে। জিয়াটং বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডেং জিগ্যাং দাবি করেছেন, ম্যাগনেটিক লেভিটেশন ব্যবহার করে যাত্রীবাহী গাড়ি চালালে শক্তির খরচ অনেকটাই কম হবে। ১৯৮০ সালে ব্যবসায়িক ট্রেন চালানো হয়েছে ম্যাগনেটিক লেভিটেশন প্রযুক্তি ব্যবহার করে। চিন, জাপান, দক্ষিণ কোরিয়া ম্যাগলেভ প্রযুক্তিকে কাজে লাগিয়ে ট্রেন চালায়।