Divorce Rate: ডিভোর্সের শীর্ষে রোনাল্ডোর দেশ! ভারতের স্থান…
গোটা বিশ্বেই এখন বিবাহ বিচ্ছেদ অনেকটাই বেড়েছে। অন্তত বিভিন্ন সমীক্ষায় এ রকমই তথ্য উঠে এসেছে। তারকাদের বিচ্ছেদের খবরে ছেয়ে যায় সংবাদমাধ্যম। কিন্তু রোজদিন আমাদের আশপাশে প্রচুর দম্পতি নিজেদের বৈবাহিক সম্পর্কে ইতি টানছেন। এই সংখ্যা যে নেহাতই কম নয়, তা দেখিয়ে দিচ্ছে সাম্প্রতিক সমীক্ষা।
নয়াদিল্লি: জন্ম জন্মান্তের সম্পর্ক হিসাবে ধরা হয় বিয়েকে। কিন্তু একবিংশ শতকে এই ধারণা অনেকটাই ম্লান। কারণ বিচ্ছেদের রমরমা। গোটা বিশ্বেই এখন বিবাহ বিচ্ছেদ অনেকটাই বেড়েছে। অন্তত বিভিন্ন সমীক্ষায় এ রকমই তথ্য উঠে এসেছে। তারকাদের বিচ্ছেদের খবরে ছেয়ে যায় সংবাদমাধ্যম। কিন্তু রোজদিন আমাদের আশপাশে প্রচুর দম্পতি নিজেদের বৈবাহিক সম্পর্কে ইতি টানছেন। এই সংখ্যা যে নেহাতই কম নয়, তা দেখিয়ে দিচ্ছে সাম্প্রতিক সমীক্ষা।
সাম্প্রতিক সমীক্ষা থেকে জানা যাচ্ছে, কোনও কোনও দেশে বিবাহ বিচ্ছেদের হার তুলনায় কম। তবে কিছু দেশে তা অনেকটাই বেশি। ইউরোপের কিছু দেশ আবার ডিভোর্সের তালিকার শীর্ষে রয়েছে। যেমন রোনাল্ডোর দেশ পর্তুগাল। সেখানে ডিভোর্সের হার ৯৪ শতাংশ। এর পর রয়েছে স্পেন। সেখানে ডিভোর্সের হার ৮৫ শতাংশ। এর পর রয়েছে লুক্সেমবার্গ (৭৯%), রাশিয়া (৭৩%), ইউক্রেন (৭০%)। ইউরোপের অন্য দেশ ফিনল্যান্ড (৫৫%), বেলজিয়াম (৫৩%), ফ্রান্স (৫১%), সুইডেন (৫০%), নেদারল্যান্ডস (৪৮%), ইটালি (৪৬%)। কানাডায় বিবাহবিচ্ছেদের হার ৪৭ শতাংশ। আমেরিকায় ৪৫ শতাংশ। চিনে ডিভোর্সের হার ৪৪ শতাংশ। অস্ট্রেলিয়ায় তা ৪৩%। ব্রিটেন এবং নিউজিল্যান্ডে ৪১ শতাংশ। তুলনায় জার্মানিতে বিচ্ছেদের হার ৩৮ শতাংশ। জাপানে তা ৩৫ শতাংশ। কিন্তু দক্ষিণ কোরিয়ায় ৪৬ শতাংশ।
ব্রাজিলে বিচ্ছেদের হার ২১ শতাংশ। ইরানে ১৪ শতাংশ। মেক্সিকোয় ১৭ শতাংশ। তবে ভিয়েতনামে এই হার ৭ শতাংশ। ভারতে মাত্র ১ শতাংশ। বিশ্বের অন্য দেশের তুলনায় ভারতেই বিচ্ছেদের হার সবথেকে কম।
তবে এই যে তথ্য প্রকাশিত হয়েছে, তা হিসাব করা হয়েছে কোনও এক বছরে ওই দেশে কত বিয়ে হয়েছে এবং কত বিচ্ছেদ হয়েছে, তার অনুপাত। তাই মোট বিচ্ছেদের সংখ্যার নিরিখে হিসাব হলে এই চিত্র বদলাতে পারে।