বিদায়কালেও ট্রাম্পের নিশানায় ড্রাগন! স্টক এক্সচেঞ্জ থেকে ছাঁটাই চিনা সংস্থা
ক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, চায়না মোবাইল কমিউনিকেশন, চায়না টেলিকমিউনিকেশন কর্প ও চায়না ইউনিকম লিমিটেডের লেনদেন আগামী সপ্তাহের মধ্যেই নিষ্পত্তি হয়ে যাবে।
নিউ ইয়র্ক: নিউ ইয়র্কের স্টক এক্সচেঞ্জ থেকে শুরু হল চিনা সংস্থা ছাঁটাই। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) নির্দেশেই ছেঁটে ফেলা হচ্ছে চিনা সংস্থাগুলিকে। ট্রাম্প অভিযোগ করেছিলেন, চিনের একাধিক সংস্থার স্টক এক্সচেঞ্জের বিনিয়োগকে কাজে লাগিয়ে চিনা সামরিক বাহিনী নিজেদের উন্নতি করছে। তাই আমেরিকার বাণিজ্য যোদ্ধা চিনকে আঘাত দিতেই এই সিদ্ধান্ত ট্রাম্পের।
এক্সচেঞ্জের পক্ষ থেকে জানানো হয়েছে, চায়না মোবাইল কমিউনিকেশন, চায়না টেলিকমিউনিকেশন কর্প ও চায়না ইউনিকম লিমিটেডের লেনদেন আগামী সপ্তাহের মধ্যেই নিষ্পত্তি হয়ে যাবে। নভেম্বর মাসে ডোনাল্ড ট্রাম্প নির্দেশিকা দিয়েছিলেন, যাতে আমেরিকাবাসীর বিনিয়োগ থেকে চিনা সামরিক বাহিনীর সঙ্গে সংযুক্ত সংস্থাগুলিতে নিষিদ্ধ করা হয়। এই নির্দেশিকায় ৩১ টি চিনা সংস্থাগুলিকে তালিকাভুক্ত করা হয়েছিল।
সেই সময় মার্কিন প্রেসিডেন্ট অভিযোগ করেছিলেন, আমেরিকার বিনিয়োগ নিয়ে আসলে চিনা সংস্থাগুলি সামরিক বাহিনী ও গোয়েন্দাদের মদত করছে। এই টাকা দিয়েই তৈরি হচ্ছে মারণ সব অস্ত্র। ট্রাম্পের এই নির্দেশিকায় এ-ও জানানো হয়েছিল, কোনও মার্কিন কোম্পানি চিনের ওই সংস্থাগুলিতে বিনিয়োগ করতে পারবে না।
আরও পড়ুন: নতুন রূপে ‘উৎস’ চিনেও হানা দিল করোনা
মার্কিন নিরাপত্তা উপদেষ্টা রবার্ট ও’ব্রায়েন জানিয়েছিলেন, ট্রাম্পের এই নির্দেশিকার ফলে অজান্তেই আমেরিকাবাসীর সেই সব চিনা সংস্থায় বিনিয়োগ বন্ধ হবে, যেগুলি চিনের অস্ত্র ও সামরিক বাহিনীর জন্য অর্থ জোগায়। প্রেসিডেন্ট ট্রাম্প বারবারই চিন বিরোধিতায় সরব হয়েছেন। করোনা থেকে আগ্রাসন, সব প্রসঙ্গে বেজিংকে নিশানা করেছেন ডোনাল্ড ট্রাম্প। নির্বাচনে পরাজিত হলেও চিন বিরোধিতার ঝাঁজ যে বিন্দুমাত্র কমেনি তা প্রমাণ করছে হোয়াইট হাউসের একের পর এক পদক্ষেপ।