নতুন রূপে ‘উৎস’ চিনেও হানা দিল করোনা
চিনের স্বাস্থ্যকর্তারা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন যে সে দেশে হদিশ মিলেছে করোনার নতুন রূপ।
নয়া দিল্লি: বিশেষজ্ঞরা জানিয়েছেন, ২০২০ সালের গোড়ার দিন থেকেই চিন (China) থেকে সারা বিশ্বে ছড়াতে শুরু করেছিল নোভেল করোনাভাইরাস (COVID)। আরও এক নতুন বছরের শুরু, এবার সেই চিনেই হানা দিল করোনার নতুন ‘স্ট্রেন।’ চিনের স্বাস্থ্যকর্তারা ইতিমধ্যেই স্বীকার করে নিয়েছেন যে সে দেশে হদিশ মিলেছে করোনার নতুন রূপ।
চিনের সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল জানিয়েছে, সে দেশে প্রথম করোনার নতুন ‘স্ট্রেনে’ আক্রান্ত হয়েছেন ২৩ বছর বয়সী এক তরুণী। সামান্য উপসর্গ থাকায় ব্রিটেন থেকে দেশে আসার সঙ্গে সঙ্গেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর তাঁর লালারসের নমুনার সিকোয়েন্সিং করে জানা গিয়েছে তিনি ব্রিটেনের ‘সুপার স্প্রেডার’ দ্বারা আক্রান্ত।
করোনার নতুন ‘স্ট্রেনের’ সংক্রমণ রুখতে ২৪ ডিসেম্বর থেকেই ব্রিটেনের সঙ্গে উড়ান পথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছে বেজিং। নতুন রূপ দ্বারা আক্রান্ত হওয়া তরুণীর সংস্পর্শে আসা প্রত্যেককে খুঁজে বের করছে সে দেশের সরকার। প্রথমে করোনা ছড়াতে শুরু করেছিল চিনের উহান থেকে। ২০২০ সালের শুরুর দিকে চিনে চরমে উঠেছিল সংক্রমণ। তারপর কড়া লকডাউন ও কন্ট্যাক্ট ট্রেসিংয়ের মাধ্যমে সংক্রমণ নিয়ন্ত্রণে আনে চিন।
আরও পড়ুন: বিদায়কালে ‘যুদ্ধের অজুহাত তৈরি করছেন ট্রাম্প’
সাংহাইর ওই মহিলা করোনার নয়া ‘স্ট্রেনে’ আক্রান্ত হওয়ার পর থেকেই কন্ট্যাক্ট ট্রেসিংয়ে গুরুত্ব দিয়েছে জিনপিং প্রশাসন। করোনার অভিযোজিত এই ‘স্ট্রেনের’ প্রথম হদিশ মেলে ব্রিটেনে। তারপর ব্রিটেন থেকে একে একে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে ‘নয়া’ করোনা। সংক্রমণ রোখার জন্য বিভিন্ন দেশ ব্রিটেনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন করার পথে হাঁটলেও সম্ভব হয়নি সংক্রমণ রোখা। ফ্রান্স, ইতালি, আমেরিকা, ভারত-সহ একাধিক দেশে ছড়িয়ে পড়েছে করোনার নতুন রূপ।