Donald trump: বিল না মিটিয়েই চলে গেলেন! অভিযোগ মানতে নারাজ ট্রাম্প
Donald trump: রেস্তোরাঁর তরফ থেকে জানানো হয়েছে সেখানে মাত্র কয়েক মিনিট ছিলেন ডোনাল্ড ট্রাম্প।
ওয়াশিংটন: সবাইকে খাওয়াবেন বলে রেস্তোরাঁয় ঢুকেছিলেন প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তারপর বিল দেওয়ার আগেই নাকি তিনি আচমকা বেরিয়ে যান সেখান থেকে। সূত্রের খবর, তাঁর স্টাফদের নিজের জন্মদিন উপলক্ষ্যে খাওয়াবেন বলে রেস্তোরাঁয় গিয়েছিলেন। আচমকাই রাস্তার মাঝে গাড়ি থেকে নেমে সেখানে যান তিনি। খাবার অর্ডার দেওয়া হয়। এরপর বিল তৈরি হওয়ার আগে বেরিয়ে যান। যদিও ট্রাম্পের অফিসের তরফ থেকে এই অভিযোগ স্বীকার করা হয়নি।
রেস্তোরাঁর তরফ থেকে জানানো হয়েছে সেখানে মাত্র কয়েক মিনিট ছিলেন ডোনাল্ড ট্রাম্প। তবে ট্রাম্পের অফিসের তরফ থেকে জানানো হয়েছে, রেস্তোরাঁয় প্রবেশ করলেও খাবার অর্ডার দেওয়া হয়নি। তাঁর আগেই নাকি স্টাফদের নিয়ে ট্রাম্প বেরিয়ে যান।
প্রাক্তন প্রেসিডেন্টের এক মুখপাত্র জানিয়েছেন, এটা ঠিক যে স্টাফদের খাওয়াবেন বলে রেস্তোরাঁয় নিয়ে গিয়েছিলেন ট্রাম্প। সেখানে খাওয়ানোর কথাও বলেন। তবে কোনও কারণে তাঁকে বেরিয়ে যেতে হয়। তবে খাবার কিনে টাকা না দেওয়ার মতো ঘটনা ঘটেনি বলে দাবি করেছিলেন তিনি। তিনি আরও জানিয়েছেন, ট্রাম্পের প্রচারের যে টিম রয়েছে তাঁদের খাওয়াবেন বলে নিয়ে গিয়েছিলেন রেস্তোরাঁয়। যেটুকু খাবার নেওয়া হয়েছিল, সেটার দাম দিয়ে দেয় ওই টিমের সদস্যরাই।
গত মঙ্গলবার মার্কিন সরকারের গোপন নথি ফাঁস করার মামলায় মিয়ামির ফেডেরাল কোর্টে হাজিরা দিয়েছিলেন প্রাক্তন প্রেসিডেন্ট ট্রাম্প। কিন্তু তাঁর বিরুদ্ধে ওঠা প্রায় সমস্ত অভিযোগেই নিজেকে নিরাপরাধ বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। মিয়ামি থেকে নিউ জার্সিতে ফেরত আসতেই বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের বিরুদ্ধে সরব হয়েছেন ট্রাম্প।