শ্রমিক-অভিবাসী ভিসায় ফের স্থগিতাদেশ ট্রাম্পের, বিপাকে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা!

বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারবার বোঝাতে চাইছেন, তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমেরিকাবাসীরাই।

শ্রমিক-অভিবাসী ভিসায় ফের স্থগিতাদেশ ট্রাম্পের, বিপাকে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা!
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 01, 2021 | 12:42 PM

ওয়াশিংটন: বিদায় কালেও নিজের সব সিদ্ধান্তে অনড় ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট সাফ জানিয়ে দিলেন, ৩১ মার্চ পর্যন্ত বন্ধ থাকবে ‘ওয়ার্ক’ ও ‘ইমিগ্রান্ট’ ভিসা অনুমোদনের সব কাজ। যার ফলে ভিন দেশ থেকে আমেরিকায় প্রবেশ করতে পারবেন না গ্রিন কার্ড আবেদনকারী এবং ‘এইচ’ ভিসার অস্থায়ী কর্মচারীরা।

নির্বাচনের আগে থেকেই আমেরিকাবাসীর স্বার্থে করোনা আবহে ‘এইচ’ ভিসা বন্ধ করার কথা জানিয়েছিলেন ট্রাম্প। প্রেসিডেন্ট জানিয়েছিলেন, করোনা কালে চাকরি হারিয়েছেন অনেক আমেরিকাবাসী। তাদের যেন কাজ পেতে অসুবিধা না হয় তাই এই সিদ্ধান্ত। কিন্তু ৩১ ডিসেম্বর থেকে উঠে যাচ্ছিল সেই নিষেধাজ্ঞা। ফলে লক্ষ লক্ষ অস্থায়ী কর্মচারীরা ভেবেছিলেন, নতুন বছরে আমেরিকায় গিয়ে কাজ করতে পারবেন। কিন্তু সেই আশায় জল ঢেলে দিলেন মার্কিন প্রেসিডেন্ট।

২০ জানুয়ারি হোয়াইট হাউসে অভিষেক হবে জো বাইডেনের। তিনি অবশ্য উদার অভিবাসন নীতিতে বিশ্বাসী। স্বভাবতই ট্রাম্পের এই সিদ্ধান্তের সমালোচনা করেছেন তিনি। কিন্তু তিনি ক্ষমতায় এলে এই নিয়ম সংশোধন করবেন কিনা সে বিষয়ে কিছু জানাননি হবু মার্কিন প্রেসিডেন্ট। ভারতের লক্ষ লক্ষ তথ্যপ্রযুক্তি কর্মীরা ‘এইচ’ ভিসার মাধ্যমে আমেরিকায় অল্প সময়ের জন্য কাজ করতে যান। কিন্তু নতুন এই সিদ্ধান্তে ফের বিপাকে পড়বেন তাঁরা।

আরও পড়ুন: ফাইজ়ারকে জরুরিভিত্তিতে ভ্যাকসিন প্রয়োগে অনুমোদন দিল হু

বিশেষজ্ঞদের মতে, ভোটের আগে আমেরিকাবাসীর মন জয়ের জন্যই এই সিদ্ধান্ত নিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। কিন্তু নির্বাচনে পরাজিত হয়েছেন তিনি। তারপরেও বিদায়ী মার্কিন প্রেসিডেন্ট বারবার বোঝাতে চাইছেন, তাঁর কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ আমেরিকাবাসীরাই। কিন্তু বাইডেনের সুর এক্ষেত্রে ভিন্ন। তিনি মনে করেন, যেভাবে বিশ্বের বিভিন্ন প্রান্তের মানুষরা এসে আমেরিকা গড়েছেন, সেভাবেই চলুক আমেরিকা।