সংশোধিত হল অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত, বাদ পড়ল ‘নবীন’ শব্দ!

প্রধানমন্ত্রী মরিসন বললেন, "আমরা জাতি হিসাবে যে অনেক দূরত্ব অতিক্রম করেছি তার প্রমাণ দেয় এটি।"

সংশোধিত হল অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীত, বাদ পড়ল 'নবীন' শব্দ!
ফাইল চিত্র
Follow Us:
| Updated on: Jan 01, 2021 | 1:24 PM

সিডনি: সংশোধিত হল অস্ট্রেলিয়ার (Australia) জাতীয় সঙ্গীত। ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ শব্দের পরিবর্তে যোগ করা হল ‘ফর উই আর ওয়ান অ্যান্ড ফ্রি।’ শুক্রবার থেকেই কায়েম হচ্ছে এই সংশোধন। প্রধানমন্ত্রী স্কট মরিসন জানিয়েছেন, তাঁরা একটি প্রাচীন ভূখণ্ডে বসবাস করেন। তাই ‘ইয়ং অ্যান্ড ফ্রি’ সরিয়ে ‘ওয়ান অ্যান্ড ফ্রি’ সংশোধন করা হয়েছে।

অস্ট্রেলিয়ায় বসবাসকারী আদিবাসীদের সঙ্গে প্রাচীন ইতিহাস জড়িয়ে আছে। তাই নবীন শব্দটি তাদের প্রাচীন সভ্যতার সঙ্গে খাটে না। সেটা বোঝাতেই ২০২১ সালের নতুন বছর থেকে কায়েম হল এই পরিবর্তন। শ্বেতাঙ্গ ব্রিটিশরা অস্ট্রেলিয়ায় কলোনি গড়ার আগে এটি ছিল লক্ষ লক্ষ আদিবাসীদের ভূখণ্ড। সেই ইতিহাসকে প্রাধান্য দিয়েই জাতীয় সঙ্গীতে সংশোধন আনলেন স্কট মরিসন।

প্রচলিত ছিল ক্যাপ্টেন জেমস কুক অস্ট্রেলিয়া আবিষ্কার করেছিলেন। কিন্তু তারপর ইউনিভার্সিটি অব সাউথ ওয়েলস দাবি করেছিল, ব্রিটিশদের এই দাবি সত্যি নয়। ক্যাপ্টেন জেমস কুক পা রাখার আগেও অস্ট্রেলিয়ায় জনবসতি ছিল। ব্রিটিশরা সেখানে উপনিবেশ গড়েছিল বলেই মত বিশেষজ্ঞ মহলের একাংশের।

আরও পড়ুন: শ্রমিক-অভিবাসী ভিসায় ফের স্থগিতাদেশ ট্রাম্পের, বিপাকে ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা!

অস্ট্রেলিয়ার জাতীয় সঙ্গীতে সংশোধন আনার প্রথম প্রস্তাব দিয়েছিলেন নিউ সাউথ ওয়েলস অঙ্গরাজ্যের সরকার প্রধান। জানুয়ারির ১ তারিখ থেকে সংশোধন জারি করে প্রধানমন্ত্রী মরিসন বললেন, “আমরা জাতি হিসাবে যে অনেক দূরত্ব অতিক্রম করেছি তার প্রমাণ দেয় এটি।” তিনি এ-ও জানান, ৩০০ টিরও বেশি ভাষাগোষ্ঠীকে স্বীকৃতি দিয়েছে বিশ্বের বুকে অন্যতম বহু-সাংস্কৃতিক জাতি অস্ট্রেলিয়া।