Video: ট্রাম্প কুলফিওয়ালা! ভাইরাল ভিডিয়ো
Donald Trump Kulfiwala: দেখতে তো অবিকল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মতো। আর গলায় জনপ্রিয় পাকিস্তানি গায়ক নাসিবো লালের সুর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাকিস্তানি কুলফিওয়ালা 'চাচা বাগ্গা'-কে দেখলে যে কারও ডোনাল্ড ট্রাম্প হিসাবে ভুল করাটাই স্বাভাবিক।
পঞ্জাব: এ কী! পাকিস্তানের (Pakistan) শহরে কুলফি বিক্রি করছেন কে? দেখতে তো অবিকল প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের (Donald Trump) মতো। আর গলায় জনপ্রিয় পাকিস্তানি গায়ক নাসিবো লালের সুর। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া পাকিস্তানি কুলফিওয়ালা ‘চাচা বাগ্গা’-কে দেখলে যে কারও ডোনাল্ড ট্রাম্প হিসাবে ভুল করাটাই স্বাভাবিক। যেন দেখতে ট্রাম্প আর আত্মা নাসিবো লালের।
জানা গিয়েছে, ডোনাল্ড ট্রাম্পের আদলে দেখতে এই কুলফিওয়ালা ‘চাচা বাগ্গা’ নামেই পরিচিত। তিনি পাক পঞ্জাব প্রদেশের সাহিওয়াল জেলার বাসিন্দা। প্রতিদিনই তিনি কুলফি গাড়ি নিয়ে রাস্তায় বেরিয়ে নাসিবো লালের গানের সুর তোলেন।
ভাইরাল হওয়া ভিডিয়োটিতে দেখা যাচ্ছে, অবিকল ডোনাল্ড ট্রাম্পের মতো দেখতে সাদা চুলের চাচা বাগ্গা রাস্তায় দাঁড়িয়ে কুলফি বিক্রি করছেন আর খরিদ্দারদের ডাকতে সুর তুলে বলছেন, “আয়ে কুলফি…কুলফি! আ…খোয়া কুলফি, কুলফি, কুলফি।” প্রতিদিন এভাবেই কুলফি বিক্রি করেন তিনি। সম্প্রতি কেউ একজন চাচা বাগ্গার এই কুলফি বিক্রির একটি ক্লিপস নিয়ে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। তারপর সেটি ভাইরাল হতে সময় লাগেনি। অনেকেই ভিডিয়োটির ঝলক দেখে তাঁকে ‘অ্যালবিনো ডোনাল্ড ট্রাম্প’ বলে ডাকছেন, তার কারণ একেবারে যেন ট্রাম্পের ড্যামি। নেটিজেনরা ভিডিয়োটি দেখে বেশ মজা পেয়েছেন। অনেকে আবার বলছেন, তাঁকে দেখতে ডোনাল্ড ট্রাম্পের মতো আর আত্মা নাসিবো লালের। পাকিস্তানি গায়ক শেহবাজ রয়ও ভিডিয়োটি শেয়ার করেছেন এবং শিরোনামে লিখেছেন, “বাহ, কুলফি ওয়ালে ভাই, ক্যায়া বাত হ্যায়!”
View this post on Instagram