Israel Palestine War: ‘অন্য কারও কাজ’, গাজা হাসপাতালে হামলা নিয়ে ইজরায়েলের পাশে বাইডেন
ইজরায়েল সেনা দাবি করে, গাজার ইসলামিক জেহাদি গোষ্ঠীর ছোড়া রকেটের লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালে পড়েছে এবং বিস্ফোরণ ঘটেছে। ইজরায়েলের এই বক্তব্যকেই সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবারই তিনি ইজরায়েলে পৌঁছেছেন। সেখানেই গিয়েই ইজরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন তিনি।
তেল আভিভ: গাজার আল আহলি হাসপাতালে হামলার ঘটনা স্তম্ভিত করেছে গোটা বিশ্বকে। গত কয়েক দিন ধরে মধ্য প্রাচ্যে যুদ্ধের জেরে সাধারণ মানুষের জীবন যেভাবে বিপন্ন হয়েছে, এই ঘটনা গত কয়েক দিনের বীভৎসতাকে ছাপিয়ে গিয়েছে। এই ঘটনার পরই ইজরায়েলকেই দায়ী করেছিল হামাস ও প্যালেস্তাইন। কিন্তু ইজরায়েল সেই অভিযোগ নস্যাৎ করে। ইজরায়েল সেনা দাবি করে, গাজার ইসলামিক জেহাদি গোষ্ঠীর ছোড়া রকেটের লক্ষ্যভ্রষ্ট হয়ে হাসপাতালে পড়েছে এবং বিস্ফোরণ ঘটেছে। ইজরায়েলের এই বক্তব্যকেই সমর্থন করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। বুধবারই তিনি ইজরায়েলে পৌঁছেছেন। সেখানেই গিয়েই ইজরায়েলের প্রাইম মিনিস্টার বেঞ্জামিন নেতানিয়াহুর পাশে দাঁড়ালেন তিনি।
গাজার হাসপাতালে হামলার ঘটনায় ইজরায়েলের বিরুদ্ধে ওঠা অভিযোগ নস্যাৎ করলেও এই ঘটনা নিয়ে সমবেদনা জানিয়েছেন বাইডেন। এ বিষয়ে এক টুইটে তিনি লিখেছেন, “গাজার হাসপাতালে বিস্ফোরণের ঘটনায় গভীরভাবে মর্মাহত। যা তথ্য গোয়েন্দা সূত্রে পেয়েছি, তাতে মনে হচ্ছে এই কাজ অন্য কোনও গোষ্ঠীর।”
বুধবার ইজরায়েলে পৌঁছে ইজরায়েল প্যালেস্তাইন যুদ্ধে ক্ষতিগ্রস্তদের প্রতি সমবেদনা জানিয়েছেন বাইডেন। তার পর ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সঙ্গে যৌথ সাংবাদিক সম্মেলনও করেন। সেখানে হামাসের বিরুদ্ধে যুদ্ধে ইজরায়েলের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। হামাসের বিরুদ্ধে যুদ্ধ নিয়ে সমর্থনও করেছেন ইজরায়েলকে। এ বিষয়ে বাইডেন বলেছেন, “আমি এখানে এসেছি একটি সহজ কারণে। আমি ইজরায়েলবাসী, গোটা বিশ্ববাসীকে বলতে চাই এই দ্বন্দ্বে আমেরিকার অবস্থান কী।” এমনকি হামাসের কার্যকলাপের সমালোচনাও শোনা গিয়েছে বাইডেনের কথায়। নিরীহ ইজরায়েলিদের বন্দি বানানো নিয়ে হামাস বাহিনীর তীব্র সমালোচনা করেছেন তিনি।