Bizarre: ঢুকতে না পেরে হোটেলের সামনে শুয়ে প্রতিবাদ মত্ত ব্যক্তির! তার পর…
ইংল্যান্ডের বোর্নেমাউথ শহরের গিয়েছিলেন ওই ব্যক্তি। সন্ধ্যায় পাবে গিয়ে আকণ্ঠ মদ্যপান করেন তিনি।
লন্ডন: আকণ্ঠ মদ্যপান করে টলতে টলতে হোটেলের লবিতে এসে পৌঁছেছিলেন এক মত্ত ব্যক্তি। এসে হোটেলের ঘরেরে চাবি চাইছিলেন হোটেল কর্মীদের কাছে। কিন্তু হোটেলের কর্মীরা তাঁকে কিছুতেই হোটেলের ভিতরে যেতে দেননি। তাঁরা বার বার বলছিলেন, এই হোটেলে কোনও ঘর বুকিং করেননি ওই ব্যক্তি। কিন্তু মত্ত ব্যক্তি তা শুনতে নারাজ। হোটেলের ঘরে ঢুকতে না পেরে হোটেলের সামনেই ধরনায় বসেন ওই মত্ত। শুয়ে পড়েন হোটেলের সামনে। শুয়ে পড়েন হোটেলের সামনে। সেখানেই শুয়ে গড়াগড়ি দিতে থাকেন ওই ব্যক্তি। ইতিমধ্য়েই ওই হোটেল কর্তৃপক্ষের থেকে খবর পায় পুলিশ। তার পর পুলিশ ঘটনাস্থলে আসে। সম্প্রতি ইংল্যান্ডের একটি শহরে এই ঘটনা ঘটেছে। সে দেশের সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে এ বিষয়ক প্রতিবেদন।
ইংল্যান্ডের বোর্নেমাউথ শহরের গিয়েছিলেন ওই ব্যক্তি। সন্ধ্যায় পাবে গিয়ে আকণ্ঠ মদ্যপান করেন তিনি। মদ্যপান করতে গিয়ে রাতও হয়েছিল অনেকটাই। মত্ত অবস্থায় নিজের হোটেল চিনতে পারেননি তিনি। শহরের একটি হোটেলে ঢুকে সেখানেই ঘর বুক করেছেন বলে দাবি করেন। কিন্তু ওই হোটেলের কর্মীরা জানান, কোনও ঘর বুক করা নেই তাঁর নামে। কিন্তু মত্ত অবস্থায় থাকা ওই ব্যক্তি এই কথা মানতে নারাজ ছিলেন। ঢুকতে বাধা পেয়ে ওই হোটেলের সামনই ধরনায় বসেন তিনি। শুয়ে পড়েন হোটেলের বাইরে। এর পর পুলিশ আসে।
ডরসেট পুলিশ এসে তাঁর নাম এবং অন্যান্য পরিচয় জানতে চান। কোন হোটেলে তিনি বুকিং করেছেন তা জানতে চান। এর পরই পুলিশ বুঝতে পারে, অন্য একটচি হোটেলে ঘর বুকিং করেছেন ওই ব্যক্তি। কিন্তু অন্য হোটেলে ঢোকার আবদার করছেন। এর পর পুলিশ তাঁকে ঠিক হোটেলে পৌঁছে দিয়ে আসে। এই ঘটনার কথা টুইট করে জানিয়েছে ডরসেট পুলিশ।