Pakistan Earthquake: ৪৮ ঘণ্টার মধ্যে ভূমিকম্পে তছনছ হবে বালোচিস্তান? ডাচ বিজ্ঞানীর পূর্বাভাসে আতঙ্কে পাকিস্তান

Pakistan Earthquake: বিজ্ঞান অনেক উন্নত হলেও, এখনও পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়াটা প্রায় অসম্ভব। কিন্তু সাম্প্রতিক অতীতে, ফ্রাঙ্ক হুগারবিটস, বিশ্বের অনেক জায়গাতেই অত্যন্ত নির্ভুলভাবে ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছেন। তাই, তাঁর এই পূর্বাভাস আসার পরই পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে আতঙ্ক ছড়িয়েছে। যদিও পাকিস্তানের সিসমোলজি এজেন্সি ডাচ বিজ্ঞানীর এই দাবি উড়িয়ে দিয়েছে।

Pakistan Earthquake: ৪৮ ঘণ্টার মধ্যে ভূমিকম্পে তছনছ হবে বালোচিস্তান? ডাচ বিজ্ঞানীর পূর্বাভাসে আতঙ্কে পাকিস্তান
অতীতে বেশ কয়েকটি ক্ষেত্রে মিলে গিয়েছে ফ্রাঙ্ক হুগারবিটসের পূর্বাভাসImage Credit source: Twitter
Follow Us:
| Edited By: | Updated on: Oct 02, 2023 | 6:52 PM

বালোচিস্তান: আগামী ৪৮ ঘণ্টা, অর্থাৎ, দুদিনের মধ্যে ভূমিকম্পে তছনছ হয়ে যাবে পাকিস্তান? সতর্ক করলেন এক ডাচ বিজ্ঞানী। তাঁর পূর্বাভাস, আগামী ৪৮ ঘণ্টার মধ্যে একটি বড় মাপের ভূমিকম্প আঘাত হানবে পাকিস্তানে। নেদারল্যান্ডসের সোলার সিস্টেম জিওমেট্রি সার্ভে বা এসএসজিইওএস (SSGEOS)-এর গবেষক ফ্রাঙ্ক হুগারবিটস বলেছেন, ১ থেকে ৩ অক্টোবরের মধ্যে যে কোনও সময়ে, ভূমিকম্প হতে পারে পাকিস্তানের বেলোচিস্তান প্রদেশে। বিজ্ঞান অনেক উন্নত হলেও, এখনও পর্যন্ত ভূমিকম্পের পূর্বাভাস দেওয়াটা প্রায় অসম্ভব। কিন্তু সাম্প্রতিক অতীতে, ফ্রাঙ্ক হুগারবিটস, বিশ্বের অনেক জায়গাতেই অত্যন্ত নির্ভুলভাবে ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছেন। তাই, তাঁর এই পূর্বাভাস আসার পরই পাকিস্তানের বালোচিস্তান প্রদেশে আতঙ্ক ছড়িয়েছে। যদিও পাকিস্তানের সিসমোলজি এজেন্সি ডাচ বিজ্ঞানীর এই দাবি উড়িয়ে দিয়েছে।

গত মাসে তুরস্কে এক প্রচণ্ড ভূমিকম্পে হাজার হাজার মানুষের প্রাণ গিয়েছিল। সেই ভূমিকম্পের বেশ কয়েক দিন আগেই এই প্রাকৃতিক দুর্যোগের পূর্বাভাস দিয়েছিলেন ফ্রাঙ্ক হুগারবিটস। তার আগে, তুরস্ক-সিরিয়ায় ভূমিকম্পেরও সঠিক ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। নয়া দিল্লিতেও ভূমিকম্পের ভবিষ্যদ্বাণী করেছিলেন তিনি। ভারতের রাজধানীর ক্ষেত্রেও তাঁর পূর্বাভাস মিলে গিয়েছিল। এবার পাকিস্তান নিয়েও তিনি একই রকমের আশঙ্কা প্রকাশ করলেন। ডাচ বিজ্ঞানী বলেছেন, বালোচিস্তানে ভূমিকম্প হতে পারে। এই অঞ্চলে ফল্ট লাইন বা চ্যুতিরেখা, অর্থাৎ, দুটি টেকটোনিক প্লেটের মধ্যবর্তী অঞ্চলে ব্যাপকহারে পৃথিবীর বৈদ্যুতিক কর্মকাণ্ড বেড়েছে। তিনি জানিয়েছেন, কোনও স্থানে পৃথিবীর বৈদ্যুতিক কর্মকাণ্ড বৃদ্ধি পেলে, সাধারণত দেখা যায় আগামী ৪৮ ঘণ্টার মধ্যে ওই অঞ্চলে বিশাল ভূমিকম্প হয়।

পাকিস্তান এমনিতেই ভূমিকম্পপ্রবণ দেশ। এখানে খুব ঘন ঘন ভূমিকম্প হয়। গত সপ্তাহেই পাকিস্তানে ৪.৪ মাত্রার ভূমিকম্প হয়েছিল। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর), ওই ভূমিকম্প হয়েছিল পাকিস্তানের পঞ্জাব প্রদেশে। মাটি থেকে ১০ কিমি , গভীরে ছিল ভূমিকম্পের উৎস। ডাচ বিজ্ঞানীর পূর্বাভাসের পর থেকে আতঙ্কে কাঁপছে বালোচিস্তানের মানুষ। যদিও, পাকিস্তান মিটিয়োরোলজিক্যাল ডিপার্টমেন্টের বিজ্ঞানীরা এখনও এই সতর্কতাকে গুরুত্ব দিতে নারাজ। পাকিস্তানের ক্ষেত্রে ডাচ বিজ্ঞানীর পূর্বাভাস কি মিলবে, সেটাই এখন দেখার।