Elon Musk: টুইটারে ‘ফ্রি’র জমানা শেষ করার পর এবার মাস্কের নতুন সিদ্ধান্ত, রাতারাতি পথে বসবেন ৩৭০০ কর্মী

Job cut: টুইটারের অন্দরমহলেই গুঞ্জন শুরু হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই হতে পারে টুইটারে। মাইক্রোব্লগিং সাইটের অর্ধেকেরও বেশি কর্মী ছাঁটাই করতে পারেন ইলন মাস্ক।

Elon Musk: টুইটারে 'ফ্রি'র জমানা শেষ করার পর এবার মাস্কের নতুন সিদ্ধান্ত, রাতারাতি পথে বসবেন ৩৭০০ কর্মী
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 04, 2022 | 5:58 AM

সান ফ্রান্সিসকো: মালিকানা বদল হতেই আমূল পরিবর্তন আসছে টুইটারের যাবতীয় কার্যকলাপ থেকে পরিচালন পদ্ধতিতে। মঙ্গলবারই টুইটারের নতুন মালিক ইলন মাস্ক ঘোষণা করেছিলেন যে টুইটার ব্যবহার করার জন্য এবার থেকে গ্যাঁটের কড়ি খরচ করতে হবে। অ্যাকাউন্ট অথেনটিফিকেশন বা ব্লু টিকের জন্য এবার থেকে প্রতি মাসে ৮ ডলার খরচ করতে হবে। এছাড়াও টুইটারের কার্যপদ্ধতিতে আরও পরিবর্তনের ইঙ্গিত দিয়েছিলেন ইলন মাস্ক। সেই সূত্র ধরেই এবার কর্মী ছাঁটাইয়ের পরিকল্পনা করলেন টেসলা কর্তা। সূত্রের খবর, টুইটারের কর্মীসংখ্যা অর্ধেক করে ফেলতে চাইছেন ইলন মাস্ক। প্রায় ৩৭০০ কর্মী চাকরি হারাতে পারেন। টুইটার সংস্থার খরচ বহন করতেই কর্মী ছাঁটাইয়ের কথা ভেবেছেন মাস্ক।

টুইটারের অন্দরমহলেই গুঞ্জন শুরু হয়েছে, আগামী কয়েক মাসের মধ্যেই বিপুল সংখ্যক কর্মী ছাঁটাই হতে পারে টুইটারে। মাইক্রোব্লগিং সাইটের অর্ধেকেরও বেশি কর্মী ছাঁটাই করতে পারেন ইলন মাস্ক। উল্লেখ্য, ৪৪০০ কোটি টাকার বিনিময়ে টুইটার সংস্থাকে কিনে নিয়েছিলেন টেসলা ও স্পেস এক্স সংস্থার প্রতিষ্ঠাতা তথা কর্ণধার ইলন মাস্ক। সেই খরচ পোষাতেই এবার কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছেন ইলন মাস্ক। কর্মী ছাঁটাইয়ে মধ্যে দিয়েই সংস্থার পরিচালনের খরচ কমানোর চেষ্টা করছেন তিনি। গত সপ্তাহের শুক্রবারই সংস্থার কর্মীদের এই বিষয়টি জানানো হয়েছে বলেই সূত্রের খবর।

নাম প্রকাশে অনিচ্ছুক টুইটার কর্মীরা জানিয়েছেন, ইলন মাস্ক টুইটার সংস্থার মালিকানা অধিগ্রহণের পরই একাধিক নীতি পরিবর্তন করার কথা বলেছেন। টুইটারের ‘ওয়ার্ক ফ্রম এনিহোয়ার’ নীতি বাতিল করে সমস্ত কর্মীদের অফিসে ফিরে আসতে বলেছেন তিনি। তবে সবথেকে বড় পরিবর্তন হল কর্মী ছাঁটাই। সান ফ্রান্সিসকোর টুইটার অফিসের অর্ধেক কর্মীকেই কাজ থেকে তাড়িয়ে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে। ৬০ দিনের বেতন দিয়ে কর্মীদের কাজ থেকে ছাঁটাই করা হতে পারে। যদিও টুইটার সংস্থার মুখপাত্র এই বিষয়ে কোনও মন্তব্য করেননি।  তবে সংস্থার অন্দরের খবর, এই সিদ্ধান্ত বাস্তবায়ন করা নিয়ে মনস্থির করে ফেলেছেন ইলন মাস্ক।