Elon Musk: হাজারো কর্মী ছাঁটাইয়েও ‘নিরুত্তাপ’ ইলন মাস্ক, শুধু বললেন, ‘কোনও উপায় নেই…’
Twitter Job Cut: টুইটার তাদের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। আজ থেকেই আর বিতাড়িত কর্মীরা অফিসে ঢুকতে পারবেন না। অ্যাক্সেস থাকবে না অফিসের কম্পিউটার ও ইমেইলেরও।
সান ফ্রান্সিসকো: একটা ইমেইল। তাতেই চাকরি খোয়ালেন হাজার হাজার কর্মী। টেসলা ও স্পেস এক্স সংস্থার মালিক ইলন মাস্ক টুইটার সংস্থার অধিগ্রহণের পরই কর্মী ছাঁটাইয়ের কথা বলেছিলেন। শুক্রবার সেই জল্পনাই সত্যি হল। টুইটারের সাড়ে সাত হাজার কর্মীর অর্ধেককেই রাতারাতি বিতাড়িত করা হল। যদিও একসঙ্গে এত কর্মী ছাঁটাই নিয়ে খুব একটা আক্ষেপ নেই টুইটারের নয়া মালিক ইলন মাস্কের। তিনি টুইট করে বলেন, “যখন সংস্থা দৈনিক ৪০ লক্ষ ডলারেরও বেশি আর্থিক ক্ষতি করছে, তখন কর্মী ছাঁটাই করা ছাড়া আর কোনও উপায় নেই।”
সংবাদসংস্থা এএফপি সূত্রেই শুক্রবার জানা যায়, টুইটার তাদের ৫০ শতাংশ কর্মী ছাঁটাই করেছে। আজ থেকেই আর বিতাড়িত কর্মীরা অফিসে ঢুকতে পারবেন না। অ্যাক্সেস থাকবে না অফিসের কম্পিউটার ও ইমেইলেরও। শুধু আমেরিকা নয়, বিভিন্ন দেশে টুইটারের যে অফিস রয়েছে, প্রত্য়েক অফিস থেকেই ছাঁটাই করা হয়েছে কর্মীদের।
এদিকে, কর্মী ছাঁটাই নিয়ে বিক্ষোভ-সমালোচনা শুরু হওয়ায় টুইট করেন সংস্থার মালিক ইলন মাস্ক। শুক্রবার বিকেলে তিনি টুইট করে বলেন, “টুইটারের কর্মক্ষমতা কমানো নিয়ে আলোচনা হচ্ছে। যখন সংস্থা প্রতিদিন ৪০ লক্ষ ডলারের বেশি খোয়াচ্ছে, দুঃখজনকভাবে তখন আর কোনও উপায় থাকে না। যাদের ছাঁটাই করা হয়েছে, তাদের ৩ মাসের বেতন দেওয়া হবে, যা আইনত নিয়মের ৫০ শতাংশ বেশি।”
Regarding Twitter’s reduction in force, unfortunately there is no choice when the company is losing over $4M/day.
Everyone exited was offered 3 months of severance, which is 50% more than legally required.
— Elon Musk (@elonmusk) November 4, 2022
টুইটারের কর্মী ছাঁটাইয়ের আগেই সংস্থার সমস্ত কর্মীদের এই বিষয়ে জানিয়ে দেওয়া হয়েছিল। শুক্রবার সকালেই টুইটারের অফিস বন্ধ করে দেওয়া হয়। কর্মীদের জানিয়ে দেওয়া হয়, অফিসে আসতে হবে না। যারা অফিসের পথে ছিলেন বা পৌঁছে গিয়েছিলেন, তাদেরও ফিরে যেতে বলা হয়। পরে রাত সাড়ে ৯টার কিছুক্ষণ আগে টুইটার কর্মীদের কাছে ইমেইল আসে। জানিয়ে দেওয়া হয়, কাদের চাকরি রয়েছে এবং কারা বেকার হয়ে গেলেন।
নাম প্রকাশে অনিচ্ছুক টুইটার কর্মীরা জানিয়েছেন, সংস্থার তরফে অত্যন্ত অমানবিক ব্যবহার করা হয়েছে। টাকা বাঁচানোর জন্য রাতারাতি একসঙ্গে কয়েক হাজার কর্মীকে ছাঁটাই করা হয়েছে।