K P Sharma Oli: ভোটে জিতলে জমি পুনরুদ্ধারের বার্তা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর

Land Dispute: ওলির দুবছরের শাসনকালে সেদেশের সরকারের তরফে বিতর্কিত ম্যাপ প্রকাশ করা হয়েছিল। সেখানে কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরাকে নেপালি ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছিল।

K P Sharma Oli: ভোটে জিতলে জমি পুনরুদ্ধারের বার্তা নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রীর
ছবি: ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Nov 05, 2022 | 7:00 PM

কাঠমান্ডু: ভারতের বিরুদ্ধে রীতিমতো হুঁশিয়ারির সুর নেপালের (Nepal) প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির (K P Sharma Oli) গলায়। শুক্রবার তিনি জানিয়েছেন, ২০ নভেম্বর সংসদীয় নির্বাচনে যদি তাঁর দল ক্ষমতায় ফিরে আসে তবে ভারতের দাবিকৃত হিমালয় দেশটির ভূখণ্ড পুনরুদ্ধার করা হবে। ভারত-নেপাল সীমান্তের নিকট দারচুলাতে নির্বাচনী প্রচারের সময় কমিউনিস্ট পার্টি নেপাল (মার্কসিস্ট-লেনিনিস্ট)-র চেয়ারম্যান বলেন, “কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা সহ ভারতের থেকে আমরা জমি ফিরিয়ে আনব। আমরা আমাদের ভূখণ্ডের এক ইঞ্চি জমিও ছেড়ে দেব না।”

ওলির দুবছরের শাসনকালে সেদেশের সরকারের তরফে বিতর্কিত ম্যাপ প্রকাশ করা হয়েছিল। সেখানে কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরাকে নেপালি ভূখণ্ডের অংশ হিসেবে দেখানো হয়েছিল। ভারতের তরফে এর তীব্র প্রতিক্রিয়া এসেছিল। যদিও এই প্রসঙ্গে আগেই নিজেদের অবস্থানের কথা জানিয়েছেন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী ও নেপালি কংগ্রেসের সভাপতি শের বাহাদুর দেউবা। তিনি জানিয়েছেন, কূটনৈতিক আলোচনা ও যৌথ সম্পর্কের ভিত্তিতে দখলকৃত জমি ফিরিয়ে আনার চেষ্টা করা হচ্ছে। ওলির মন্তব্যের পর দেউবার বিবৃতি অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে।

কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরা ও অন্যান্য ভূখণ্ড নিয়ে কূটনৈতিক আলোচনার প্রতিশ্রুতি দিয়ে ভোটপ্রচার চালিয়ে যাচ্ছেন দেউবা। যদিও সেদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী ডঃ বাবুরাম ভাট্টারাই দেশের সার্বভৌমত্বকে নির্বাচনী ইস্যু না করার পরামর্শ দিয়েছেন। তাঁর মতে সার্বভৌমত্বকে কোনও দলেরই নির্বাচনী ইস্যু করা উচিত নয়। নির্বাচনী প্রচার অংশ নিয়ে ওলি বলেন, “আমাদের দল যদি নির্বাচনে জিতে ক্ষমতায় আসে, তবে আমরা কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরাকে ফিরিয়ে নিয়ে আসব। আমাদের দল দেশকে নিরাপত্তা প্রদানে প্রতিশ্রুতিবদ্ধ।”

দীর্ঘদিন ধরেই ভারতের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে চলে নেপাল। কিন্তু ওলি প্রধানমন্ত্রী হওয়ার পর থেকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কে খানিকটা চিড় ধরেছিল। ২০২০ সালের ৮ মে উত্তরাখণ্ডে লিবুলেক ও ধারচুলার মধ্যেকার একটি রাস্তা উদ্বোধন করেছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। তারপর থেকেই নেপাল সরকার কালাপানি, লিপুলেক এবং লিম্পিয়াধুরাকে ভারতের বিরুদ্ধে তাদের জমি অধিগ্রহণ করার অভিযোগ তুলেছে নেপাল। তারপরই নেপালের তরফে বিতর্কিত ম্যাপটি প্রকাশ করা হয়েছিল। ম্যাপের তীব্র বিরোধিতা করে ভারত জানিয়েছিল, নেপালের ইচ্ছামত কোনো মানচিত্র প্রকাশ করা উচিত নয়।