Booster Dose: ১৮ বছর বা তার বেশি বয়সিদের ফাইজ়ার – বায়োএনটেকের বুস্টার ডোজ়ে অনুমোদন ইউরোপীয় ইউনিয়নের
Pfizer - BioNTech: ১৮ বছর এবং তার বেশি বয়সিদের জন্য দ্বিতীয় ডোজ় নেওয়ার কম করে ছয় মাসে ফাইজ়ার বায়োএনটেকের বুস্টার ডোজ় দেওয়া যেতে পারে। জানিয়েছে ইউরোপীয় ইউনিয়নে ওষুধ নিয়ামক সংস্থা।
হগ (নেদারল্যান্ডস): ইউরোপীয় ইউনিয়নের ওষুধ নিয়ামক সংস্থা সোমবার ১৮ বছর এবং তার বেশি বয়সিদের জন্য ফাইজ়ার / বায়োএনটেকের কোভিড ভ্যাকসিনের বুস্টার ডোজ় ব্যবহারের অনুমোদন দিয়েছে। করোনা টিকা নেওয়ার পর তা কতদিন ধরে ভাইরাসের বিরুদ্ধে কার্যকর থাকবে, তা নিয়ে ইতিমধ্য়েই বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করেছিল। বিশেষজ্ঞরা বলছেন, এই বুস্টার ডোজ় নিলে প্রাথমিক ভ্যাকসিনেশনের পর করোনায় আক্রান্ত হওয়ার সম্ভাবনা অনেকটা কমিয়ে দেবে। যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা ভীষণ কম, তাঁদের জন্য মডার্না এবং ফাইজ়ারের তৈরি করোনা টিকার অতিরিক্ত ডোজ় ব্যবহারেরও অনুমতি দিয়েছে আমস্টারডামে অবস্থিত ইউরোপীয় মেডিসিন এজেন্সি (EMA)।
ইউরোপীয় মেডিসিন এজেন্সি আজ ফাইজ়ারের নাম উল্লেখ করে বলেছে, ‘১৮ বছর এবং তার বেশি বয়সিদের জন্য দ্বিতীয় ডোজ় নেওয়ার কম করে ছয় মাসে বুস্টার ডোজ় দেওয়া যেতে পারে। বুস্টার ডোজ় দেওয়া হবে কিনা সেই বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের অধীনস্ত দেশগুলি নিজেদের মতো করে সিদ্ধান্ত নিতে পারে। বুস্টার ডোজ় গ্রহণের পর থেকে টিকাপ্রাপকদের শরীরে অ্যান্টিবডির পরিমাণ বেড়ে যায় বলেও জানিয়েছে ইউরোপীয় মেডিসিন এজেন্সি।
যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা অত্যন্ত কম, তাঁরাও বুস্টার ডোজ় নিতে পারবেন। মানুষের শরীরে হৃদপিন্ডের মাংসপেশিতে এক ধরনের জ্বালার অনুভূতি দেখা যায় অনেক সময়। এটিকে মায়োকার্ডাইটিস বলা হয়। যাঁরা ফাইজ়ারের টিকা নিয়েছেন, তাঁদের একাংশের মধ্যে এই ধরনের সমস্যা দেখা গিয়েছে বলে বেশ কিছু রিপোর্ট প্রকাশিত হয়েছে। বিশেষ করে যুবক অর্থাৎ, যাঁদের বয়স তুলনামূলকভাবে কম, তাঁদের মধ্যে এই রোগের প্রবণতা বেশি দেখা গিয়েছে।
এই পরিস্থিতিতে ইউরোপীয় মেডিসিনস এজেন্সি যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা একেবারেই কম, তাঁদের দ্বিতীয় ডোজ় গ্রহণ কম করে ২৮ দিন পরে মডার্না এবং ফাইজ়ারের অতিরিক্ত ডোজ় নেওয়ার জন্য অনুমোদন দিয়েছে। আর এর জেরে বিশ্বব্যাপী বুস্টার ডোজ়ের উৎপাদনের চাহিদা বেড়েছে। স্বাস্থ্য বিশেষজ্ঞদের একাংশ বলছেন, ভাইরাস যেভাবে ক্রমাগত নিজের চরিত্র বদলাচ্ছে, তার থেকে নিজেদের সুরক্ষিত রাখতে বুস্টার ডোজ় প্রয়োজন।
আসলে, দুর্বল ইমিউন সিস্টেমের মানুষদের জন্য ভ্যাকসিনের দুটি ডোজ় কখনও কখনও যথেষ্ট নয়। বা যাঁদের একটি অঙ্গ প্রতিস্থাপন করা হয়েছে বা যাঁরা কোনও একটি গুরুতর অসুস্থতায় ভুগছেন এমন ব্যক্তিদের ক্ষেত্রেও একই কথা প্রযোজ্য। এর জন্য বিশ্বব্যাপী বুস্টার ডোজ়ের চাহিদা বেড়েছে। ইসরায়েল এবং মার্কিন যুক্তরাষ্ট্র সহ অনেক দেশে ভ্যাকসিনের বুস্টার ডোজ় দেওয়া হচ্ছে। ইউরোপীয় মেডিসিন এজেন্সি বলেছে, ‘এমন কোনও প্রত্যক্ষ প্রমাণ নেই যে দুর্বল ইমিউন সিস্টেমের রোগীদের করোনার বিরুদ্ধে অ্যান্টিবডি তৈরির ক্ষমতা আছে। কিন্তু অতিরিক্ত ডোজ় রোগীদের আরও সুরক্ষা দেবে।’
আরও পড়ুন : World’s Oldest Living Man: ১১২ নট আউট! নাম উঠলো গিনিস বুকের পাতায়