ক্যাপিটলে হামলায় উস্কানি, বন্ধ করা হল ট্রাম্পের ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট

টুইটারের তরফে জানানো হয়, ডোনাল্ড ট্রাম্পের বার্তা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গ করেছে। আগামী ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ রাখা হচ্ছে এবং যদি প্ররোচনামূলক টুইটটি না সরানো হয়, তবে অ্যাকাউন্ট বন্ধই থাকবে।

ক্যাপিটলে হামলায় উস্কানি, বন্ধ করা হল ট্রাম্পের ফেসবুক, টুইটার অ্যাকাউন্ট
ফাইল চিত্র
Follow Us:
| Edited By: | Updated on: Jan 07, 2021 | 2:38 PM

সান ফ্রান্সিসকো: ক্যাপিটলে হামলার (Capitol Violence) ঘটনায় উস্কানি দেওয়ার অভিযোগে বন্ধ করা হল বিদায়ী মার্কিন প্রেসিডেন্টের ফেসবুক(Facebook), ইন্স্টাগ্রাম (Instagram) ও টুইটার (Twitter) অ্যাকাউন্ট। দুই সোশ্যাল প্ল্যাটফর্মের তরফেই জানানো হয়েছে, নিয়ম ভঙ্গ করে হিংসা ও বিদ্বেষের বার্তা ছড়িয়েছেন ডোনাল্ড ট্রাম্প (Donald Trump)। সে কারণেই তাঁর অ্যাকাউন্ট বন্ধ রাখা হয়েছে।

সোশ্যাল মিডিয়ায় লাগাতার মার্কিন নির্বাচন নিয়ে অভিযোগ এবং হবু প্রেসিডেন্ট জো বাইডেন (Joe Biden)-র কাছে অনৈতিকভাবে হারের কথা পোস্ট করেন ডোনাল্ড ট্রাম্প। ক্যাপিটলে হামলার পর বিক্ষোভকারীদের “আই লভ ইউ” বলার পরই ফেসবুক ও টুইটারের তরফে তাঁর অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া হয়।

ফেসবুকের তরফে জানানো হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বার্তায় হিংসাকে প্রচার করা হচ্ছিল। এই কারণে তাঁর ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট আগামী ২৪ ঘণ্টার জন্য বন্ধ রাখা হচ্ছে। ফেসবুকের সত্যতা যাচাইয়ের ভাইস প্রেসিডেন্ট গাই রোসেন (Guy Rosen) বলেন, “এটি একটি জরুরী পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্পের ভিডিয়ো সহ যাবতীয় বার্তা সরিয়ে যথাযথ পদক্ষেপই নেওয়া হচ্ছে। আমরা ওই ভিডিয়ো সরিয়েছি কারণ উত্তপ্ত পরিস্থিতিকে নিয়ন্ত্রণে আনার বদলে তা আরও উস্কানি দিচ্ছিল।”

আরও পড়ুন: হার মানতে নারাজ ট্রাম্প, ক্যাপিটলে চলল গুলি, রণক্ষেত্র আমেরিকা

অন্যদিকে টুইটারের তরফেও জানানো হয়, ডোনাল্ড ট্রাম্পের বার্তা সংশ্লিষ্ট প্ল্যাটফর্মের নিয়ম ভঙ্গ করেছে। আগামী ১২ ঘণ্টার জন্য ট্রাম্পের অ্যাকাউন্ট বন্ধ রাখা হচ্ছে এবং যদি প্ররোচনামূলক টুইটটি না সরানো হয়, তবে অ্যাকাউন্ট বন্ধই থাকবে। পরবর্তী সময়ে নিয়মভঙ্গ করা হলে চিরতরেই অ্যাকাউন্ট বন্ধ করে দেওয়া বলেও জানায় টুইটার কর্তৃপক্ষ।

twt

সরানো হয়েছে বিতর্কিত টুইটটি।

ক্যাপিটলে হামলা চালানোর বেশ কিছু ভিডিয়ো ইতিমধ্যেই ভাইরাল হওয়ায় সে বিষয়ে ফেসবুকের তরফে জানানো হয়, প্ল্যাটফর্মে ক্যাপিটলে হামলা চালানোর যাবতীয় ভিডিয়ো খুঁজে বের করে তা সরিয়ে দেওয়া হবে। ফেসবুকের মুখপাত্র বলেন, “ক্যাপিটল যে হিংসাত্মক প্রতিবাদের সাক্ষী রইল, তা লজ্জাজনক। আমাদের প্ল্যাটফর্মে কোনওরকম হিংসার প্রচার বরদাস্ত করা হবে না। কোনও পোস্ট আমাদের নিয়ম ভাঙছে কিনা, সে বিষয়ে আমরা কড়া নজরদারি চালাচ্ছি এবং প্রয়োজনে সেগুলিকে সরিয়েও দেওয়া হচ্ছে।”

একইসঙ্গে “স্টর্ম দ্য ক্যাপিটল”-এই হ্যাশটাগটিকেও ফেসবুক ও ইন্সটাগ্রাম অ্যাকাউন্ট থেকে সরিয়ে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: ট্রাম্পের দিন শেষ! ভারতীয়দের ভিসা সমস্যা সমাধানে বাইডেনই ভরসা