গত ফেব্রুয়ারি মাস থেকেই শ্রীলঙ্কায় খাদ্যপণ্যের দাম বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই খুচরো পণ্যের দাম ১৭.৫ শতাংশ বেড়েছে। খাদ্যপণ্যের দাম ২৫ শতাংশ বেড়েছে। খাদ্যপণ্য, ওষুধের চরম সঙ্কট দেখা গিয়েছে দেশে। বিগত এক সপ্তাহ ধরেই এই পরিস্থিতির সম্মুখীন হওয়ার পর শুক্রবার থেকেই পথে বিক্ষোভে নেমেছে সাধারণ মানুষ। প্রেসিডেন্টের বাড়ির বাইরে বিক্ষোভ দেখানোর পরই দেশে জরুরি অবস্থার ঘোষণা করা হয়েছে। আজ ভোর অবধি কার্ফু জারি ছিল গোটা দেশে।

আরও পড়ুন: 410 Dead Bodies Found in Kyiv: একি অবস্থা রাজধানীর! কিয়েভে ঢুকতেই নাকে এল পচা গন্ধ, রাস্তা জুড়ে শুধুই মৃতদেহের স্তূপ…