Brazil: ভেঙে পড়া গুহার ছাদে চাপা পড়ে প্রাণ হরালেন ৯ দমকল কর্মী
brazil, São Paulo, এই দুর্ঘটনায় আহত ও মৃতদের সংখ্যা নিয়ে আগে থেকেই ধোঁয়াশা ছিল। আলটিনোপোলিস মেয়রের অফিসে থেকে জানানো হয়েছিল, ১৫ জন অগ্নিনির্বাপক কর্মী এই দুর্ঘটনায় চাপা পড়েছিলেন এবং ৩ জনকে উদ্ধার করা হয়েছে তাদের অনেকেরই গুরুতর আঘাত লেগেছে।
ব্রাজিলিয়া: যারা প্রাণ বাঁচাতেই অভ্যস্ত নিয়তির কাছে হার মেনে চলে গেল তাদেরই প্রাণ। ব্রাজিল (Brazil) প্রশাসন সূত্রে খবর, রবিবার একটি গুহাতে প্রশিক্ষণের সময় গুহার ছাদ ভেঙে পড়ে প্রাণ হারিয়েছেন ৯ জন দমকল কর্মী।
টুইটারে সাও পাওলো (Sao Paulo) দমকল বিভাগ জানিয়েছে, আলটিনোপোলিস (Altinopolis) শহরের নিকট একটি গুহাতে প্রশিক্ষণ নিচ্ছিলেন ২৬ জন দমকল কর্মীদের একটি দল। সেই সময়ই এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। জানা গিয়েছে এই ঘটনায় ৯ জন মারা গিয়েছে এবং একজনকে উদ্ধার করা হয়েছে। আর কোন মৃত্যু বা আটকে থাকার খবর নেই। আগেই দমকল বিভাগ জানিয়েছিল, ৩ জন মারা গিয়েছে এবং ৬ নিখোঁজ, শেষমেশ নিখোঁজ ৬ জনের নিথর দেহ উদ্ধার করা হয়েছে। দুর্ঘটনায় মৃতদের পরিচয় প্রকাশ করেনি দমকল বিভাগ।
এই দুর্ঘটনায় আহত ও মৃতদের সংখ্যা নিয়ে আগে থেকেই ধোঁয়াশা ছিল। আলটিনোপোলিস মেয়রের অফিসে থেকে জানানো হয়েছিল, ১৫ জন অগ্নিনির্বাপক কর্মী এই দুর্ঘটনায় চাপা পড়েছিলেন এবং ৩ জনকে উদ্ধার করা হয়েছে তাদের অনেকেরই গুরুতর আঘাত লেগেছে। মেয়রের দফতর সূত্রে খবর, মোট ৫ জনকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল এবং পরে তাদের ছেড়ে দেওয়া হয়।
ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে থাক দমকল কর্মীদের উদ্ধারে পুলিশ ও বিপর্যয় মোকাবিলা বিভাগের কর্তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করলেও বৃষ্টির কারণে উদ্ধার কাজ ব্যহত হয়েছে। এই স্থানে প্রবেশ করা কঠিন ছিল এবং নতুন করে ধ্বসের সম্ভবনা উদ্ধার কাজকে জটিল করে তুলেছিল। সাও পাওলোর গভর্নর জোয়াও ডোরিয়া টুইটারে বলেছিলেন তিনি নিহতদের উদ্ধারের জন্য প্রয়োজনীয় সমস্ত সহায়তার ব্যবস্থা করবেন। জানা গিয়েছে, প্রশিক্ষণের কারণে ওই দমকল কর্মীদের সাররাত ওখানে থাকার কথা ছিল, কিন্তু তার আগেই এই ঘটনা ঘটে। আলটিনোপোলিস ব্রাজিলের একটি জনপ্রিয় ভ্রমণ কেন্দ্র হিসেবে পরিচিত।
আরও পড়ুন কেন্দ্রের সঙ্গে দর কষাকষির পর কমছে জ়াইডাস ক্যাডিলার টিকার দাম, জানুন কত টাকায় পাবেন প্রতি ডোজ়