Donald Trump: ‘আমি নিরাপরাধ’, মার্কিন প্রশাসনের গোপনীয় নথি ফাঁসের অভিযোগ নস্যাৎ ট্রাম্পের, আনলেন ষড়যন্ত্রের তত্ত্বও

US Secret Document Case: ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ, মার্কিন প্রেসি়ডেন্ট থাকাকালীন একাধিক গোপনীয় নথি, যা হোয়াইট হাউসের বাইরে নিয়ে যাওয়ার কোনও অধিকার নেই, তা নিজের ফ্লোরিডার বাড়িতে এনে রেখেছিলেন।

Donald Trump: 'আমি নিরাপরাধ', মার্কিন প্রশাসনের গোপনীয় নথি ফাঁসের অভিযোগ নস্যাৎ ট্রাম্পের, আনলেন ষড়যন্ত্রের তত্ত্বও
আদালতে ডোনাল্ড ট্রাম্প।
Follow Us:
| Edited By: | Updated on: Jun 14, 2023 | 12:11 PM

মিয়ামি: প্রেসিডেন্ট হয়ে ক্ষমতার চূড়ান্ত অপব্যবহার। মার্কিন সরকারের গোপন নথি ফাঁস করে দিয়েছেন, প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে এমনটাই অভিযোগ উঠেছে। সম্প্রতিই প্রকাশ্যে এসেছে একাধিক ছবি, যেখানে দেখা গিয়েছে ট্রাম্পের ফ্লোরিডার বিলাসবহুল মার-আ-লাগো এস্টেটের বেডরুম, বাথরুম, স্টোররুমে বাক্সবন্দি হয়ে পড়ে ছিল মার্কিন সরকারের গোপন নথি। মঙ্গলবার এই মামলার শুনানিতেই ফেডেরাল কোর্টে হাজিরা দেন ট্রাম্প। মার্কিন প্রশাসনকে ভুল পথে চালিত করার চেষ্টা নিয়ে তাঁর বিরুদ্ধে ওঠা এক ডজনেরও বেশি অভিযোগকে নসাৎ করেন ট্রাম্প। উল্টে ২০২৪ সালে প্রেসিডেন্ট হওয়ার দৌড়ে যাতে তিনি সামিল না হতে পারেন, তার জন্যই চক্রান্ত করা হচ্ছে বলে তিনি দাবি করেন।

সম্প্রতিই প্রায় এক দশক আগে পর্ন তারকার সঙ্গে সম্পর্কে জড়ানো এবং প্রেসিডেন্ট  নির্বাচনের আগে সেই সম্পর্ক নিয়ে মুখ বন্ধ রাখতে ওই পর্ন তারকাকে মোটা অঙ্কের ঘুষ দেওয়ার কারণে আদালতের চক্কর কাটতে হয়েছিল ডোনাল্ড ট্রাম্পকে। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি, তার মধ্যেই আরও বড় অভিযোগ উঠেছে ট্রাম্পের বিরুদ্ধে। অভিযোগ, মার্কিন প্রেসি়ডেন্ট থাকাকালীন একাধিক গোপনীয় নথি, যা হোয়াইট হাউসের বাইরে নিয়ে যাওয়ার কোনও অধিকার নেই, তা নিজের ফ্লোরিডার বাড়িতে এনে রেখেছিলেন ট্রাম্প। ওই গোপনীয় নথিতে মার্কিন প্রতিরক্ষা, সামরিক বিভাগ সংক্রান্ত একাধিক তথ্য় যেমন ছিল, তেমনই আমেরিকার বন্ধু দেশগুলির একাধিক গোপনীয় নথিও ছিল। এই তথ্য ফাঁস হয়ে গেলে আমেরিকা সহ বহু দেশের জাতীয় নিরাপত্তা প্রশ্নের মুখে পড়তে পারে।

মার্কিন সরকারের তরফে মোট ৩৭টি অভিযোগ আনা হয়েছে প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে। মঙ্গলবার সেই মামলার শুনানিতেই মিয়ামির ফেডেরাল কোর্টে হাজিরা দেন ট্রাম্প। শুনানির শুরুতেই ট্রাম্পের আইনজীবী টড ব্ল্যাঞ্চে জানান, তাঁর মক্কেল নিরাপরাধ। মার-আ-লাগো থেকে উদ্ধার হওয়া গোপনীয় নথিগুলির যে ছবি আদালতে ৪৯ পাতার চার্জশিটের সঙ্গে জমা দেওয়া হয়েছে, তাও ভুয়ো বলে দাবি করেন ট্রাম্পের আইনজীবী।

এদিকে, আদালতে যাওয়ার পথেই প্রাক্তন প্রেসিডেন্ট তাঁর নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ‘ট্রুথ সোশ্যাল’-এ একটি পোস্ট করেন। তাতে লেখেন, “আজ আমেরিকার ইতিহাসে অন্যতম দুঃখের দিন। আমাদের দেশ দিনে দিনে নীচে নামছে।” অন্য়দিকে, ট্রাম্পের সমর্থনে আদালতের বাইরে বিক্ষোভও দেখান অনেকে।