PM Modi’s France Visit: রানি দ্বিতীয় এলিজাবেথের পর কেবল নমোর জন্যই ল্যুভ্রে মিউজিয়ামে ব্যাঙ্কোয়েটের আয়োজন

PM Modi's France Visit: ফ্রান্সের জনপ্রিয় এই মিউজিয়ামে প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষ আসেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সম্মানে আয়োজিত ব্যাঙ্কোয়েটের জন্য বন্ধ রাখা হয়েছিল ল্যুভ্রে মিউজিয়াম।

PM Modi's France Visit: রানি দ্বিতীয় এলিজাবেথের পর কেবল নমোর জন্যই ল্যুভ্রে মিউজিয়ামে ব্যাঙ্কোয়েটের আয়োজন
ল্যুভ্রে মিউজিয়ামে প্রধানমন্ত্রী মোদী ও ফ্রান্সের প্রেসিডেন্ট।Image Credit source: PTI
Follow Us:
| Edited By: | Updated on: Jul 15, 2023 | 1:31 PM

প্যারিস: বিদেশনীতিকে বরাবরই গুরুত্ব দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)। আর সেই বিদেশনীতির সুফলও পাচ্ছে ভারত। আমেরিকার পর এবার ফ্রান্সের সঙ্গেও আরও মজবুত হল ভারতের সম্পর্ক। ফ্রান্সের জাতীয় দিবস, বাস্তিল দিবসে প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ পেয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সেই আমন্ত্রণ রক্ষা করতে দুই দিনের জন্য প্যারিস সফরে গিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। সেখানে প্রধানমন্ত্রীকে স্বাগত জানাতে বিশেষ কিছু উদ্যোগ নেওয়া হয়েছিল। এরমধ্যে অন্যতম হল প্রধানমন্ত্রী মোদীর সম্মানে বিশেষ ব্যাঙ্কোয়েটের আয়োজন। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron) প্রধানমন্ত্রীর জন্য বিশেষ ভোজের আয়োজন করেছিলেন।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে স্বাগত জানাতে বাস্তিল দিবসে (Bastille Day) প্রধান অতিথি হিসাবে আমন্ত্রণ জানানোর পাশাপাশি ল্যুভ্রে মিউজিয়ামে ব্যাঙ্কোয়েটের আয়োজন করা হয়েছিল। শেষবার ল্যুভ্রে মিউজিয়ামে (Louvre Museum) ব্যাঙ্কোয়েটের আয়োজন করা হয়েছিল রানি দ্বিতীয় এলিজাবেথের (Queen Elizabeth II) জন্য। তাও আবার ১৯৫৩ সালে।

ল্যুভ্রে মিউজিয়ামে প্রধানমন্ত্রী মোদী।

জানা গিয়েছে, ফ্রান্সের জনপ্রিয় এই মিউজিয়ামে প্রতিদিন দেশ-বিদেশ থেকে হাজার হাজার মানুষ আসেন। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর সম্মানে আয়োজিত ব্যাঙ্কোয়েটের জন্য বন্ধ রাখা হয়েছিল ল্যুভ্রে মিউজিয়াম।

শুধুমাত্র ব্যাঙ্কোয়েটের জন্য ল্যুভ্রে মিউজিয়ামকে স্থান হিসাবে বেছে নেওয়াই নয়, পাশাপাশি প্রধানমন্ত্রী মোদীর জন্য মেনুতেও বিশেষ চমক রাখা হয়েছিল। রাষ্ট্রপ্রধান থেকে শুরু করে যে কোনও বিশেষ অতিথির জন্যই প্রোটোকল অনুযায়ী মেনুতে শুধুমাত্র ফ্রান্সের জাতীয় পতাকার রঙের ছোঁয়া থাকে। কিন্তু প্রধানমন্ত্রী মোদীর জন্য সেই প্রোটোকল ভেঙে খাবারের মেনুতে ভারতের জাতীয় পতাকার তিরঙ্গার ছোঁয়া রাখা হয়েছিল।  প্রধানমন্ত্রী মোদী যেহেতু নিরামিষাশী, তাই তাঁর জন্য মেনুতেও সমস্ত খাবার নিরামিষই রাখা হয়েছিল।