Bangladesh Crisis: ‘হাসিনাকে ফেরত না পাঠালে…’, এবার সরাসরি ভারতকে হুমকি
Bangladesh Crisis: হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের উপর ক্ষুব্ধ বিএনপি-সহ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানালেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপের গুরুতর অভিযোগ করেছেন নুরুল হক নুর।
ঢাকা: হাসিনাকে আশ্রয় দেওয়ায় ভারতের উপর ক্ষুব্ধ বিএনপি-সহ বাংলাদেশের বিরোধী রাজনৈতিক দলগুলি। বর্তমান অন্তর্বর্তী সরকারে যাদের প্রবল দাপট। এবার শেখ হাসিনাকে বাংলাদেশে প্রত্যর্পণের দাবি জানালেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নুর। হাসিনাকে অবিলম্বে বাংলাদেশের হাতে তুলে না দিলে ঢাকায় ভারতের হাই কমিশন ঘেরাওয়ের হুমকি দিলেন তিনি। গত শুক্রবার (৯ অগস্ট), ঢাকায় এক ‘সম্প্রীতি সমাবেশে’ তিনি বলেন, “ভারতের সঙ্গে আমাদের বন্দি বিনিময় চুক্তি রয়েছে। শেখ হাসিনাকে অন্য দেশে পাঠানোর তদ্বির না করে অবিলম্বে বাংলাদেশে পাঠানো হোক। তা না-হলে ভারতীয় হাইকমিশনারকে ঘেরাও করবে গণঅধিকার পরিষদ।”
প্রসঙ্গত গণঅধিকার পরিষদ বাংলাদেশের এক নতুন রাজনৈতিক দল। ২০২২ সালে এই দলটির জন্ম হয়েছিল রেজা কিবরিয়া এবং নুরুল হক নূরের নেতৃত্বে। তাঁরা দুজনেই ছিলেন ২০১৮ সালে বাংলাদেশের যে কোটা সংস্কার আন্দোলন হয়েছিল, তার অন্যতম প্রধান মুখ। এইবারের কোটা বিরোধী আন্দোলনেও, প্রথম থেকে সমর্থন দিয়েছিল গণ অধিকার পরিষদ। কাজেই, তত্ত্বাবধায়ক সরকারেও তাদের যথেষ্ট প্রতিপত্তি রয়েছে। তবে, নুর খুবই রহস্যময় চরিত্র। গত বছরের জানুয়ারিতে, সোশ্যাল মিডিয়ায় তাঁর একটি ভিডিয়ো ছড়িয়ে পড়েছিল। ভিডিয়োতে তাঁকে দুবাইয়ে ইসরাইলের গোয়েন্দা সংস্থা, মোসাদের এক এজেন্টের সঙ্গে বৈঠক করতে দেখা গিয়েছিল।
শুধু, শেখ হাসিনাকে বাংলাদেশের হাতে তুলে দেওয়ার দাবি জানানোই নয়, বাংলাদেশের নির্বাচনে ভারতের হস্তক্ষেপের গুরুতর অভিযোগ করেছেন নুরুল হক নুর। শুক্রবারের সভায় তিনি প্রকাশ্যেই দাবি করেছেন, ২০১৪, ২০১৮ এবং ২০২৪ সালের বাংলাদেশ সাধারণ নির্বাচনে নাকি শেখ হাসিনাকে একচ্ছত্র সমর্থন করেছিল ভারত। গণ অধিকার পরিষদের সভাপতি বলেন, “সারা বিশ্ব যখন বাংলাদেশে গণতন্ত্রের পক্ষে কথা বলছে, তখনও ভারত হাসিনাকে ক্ষমতায় আনতে মরিয়া। আমাদের পাশের দেশ ভারতকে বলব, আপনারা আমাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক রাখুন। একটা দলের জন্য সম্পর্ক নষ্ট করবেন না।”
শেখ হাসিনাকে আশ্রয় দেওয়ায় অসন্তুষ্ট আওয়ামি লিগের প্রধান প্রতিদ্বন্দ্বী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি-ও। বিএনপির বর্ষিয়ান নেতা তথা প্রাক্তন মন্ত্রী, জ্ঞানেশ্বর রায় বলেছেন, “বিএনপি মনে করে, ভারতের সঙ্গে বাংলাদেশ সহযোগিতার সম্পর্ক থাকা উচিত। ভারত সরকারকে তা বুঝতে হবে এবং তা মানতে হবে। আমাদের প্রতিপক্ষকে তারা যদি সমর্থন করে, তাহলে সেই সহযোগিতার সম্পর্ক রক্ষা করা জটিল হয়ে যাবে।”
আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)