সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? বাংলাদেশের রাজপথে গর্জে উঠল লক্ষাধিক হিন্দু, ইউনুস বললেন…

Hindu Protest in Bangladesh: গত ৫ অগস্ট আওয়ামী লিগ সরকারের পতন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফায়। এরপরই হামলার মুখে পড়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্য়ালঘু হিন্দুরা। একাধিক হিন্দু মন্দিরে হামলা, অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এছাড়া বাড়ি, দোকানপাটেও হামলা, ভাঙচুর চলে।

সংখ্যালঘুদের নিরাপত্তা কোথায়? বাংলাদেশের রাজপথে গর্জে উঠল লক্ষাধিক হিন্দু, ইউনুস বললেন...
ঢাকার রাজপথে বিক্ষোভ হিন্দুদের।Image Credit source: AFP
Follow Us:
| Updated on: Aug 11, 2024 | 1:45 PM

ঢাকা: উত্তপ্ত বাংলাদেশ। হাসিনা সরকারের পতন এবং তারপর অন্তর্বর্তী নতুন সরকার গঠনের পরও সেই অশান্তি কমছে না। নতুন সরকার গঠনের পরই আক্রমণের মুখে পড়েছে সংখ্যালঘু হিন্দুরা। এই হামলা বন্ধের দাবিতে এবং শান্তি ফেরানোর দাবিতে পথে নামল বাংলাদেশে বসবাসকারী সংখ্যালঘু হিন্দুরা। শনিবার ঢাকা ও চট্টগ্রামের রাস্তায় হাজার হাজার হিন্দুরা নেমে প্রতিবাদ করেন। সংখ্যালঘুদের উপরে হামলার ঘটনায় প্রতিক্রিয়া দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান, নোবেলজয়ী ডঃ মহম্মদ ইউনুসও।

গত ৫ অগস্ট আওয়ামী লিগ সরকারের পতন হয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ইস্তফায়। এরপরই হামলার মুখে পড়ে বাংলাদেশে বসবাসকারী সংখ্য়ালঘু হিন্দুরা। একাধিক হিন্দু মন্দিরে হামলা, অগ্নিসংযোগের অভিযোগ ওঠে। এছাড়া বাড়ি, দোকানপাটেও হামলা, ভাঙচুর চলে। মোট ৫২টি জেলা মিলিয়ে সংখ্য়ালঘুদের উপরে কমপক্ষে ২০৫টি হামলার ঘটনা ঘটেছে। শতাধিক মানুষ আহত হয়েছেন। আওয়ামী লিগ ঘনিষ্ঠ দুই হিন্দু নেতাকে খুন করার অভিযোগও উঠেছে।

শনিবার এই হামলা বন্ধ ও নিরাপত্তার দাবিতেই পথে নামে সংখ্যালঘু হিন্দুরা। লক্ষাধিক মানুষ এই বিক্ষোভ মিছিলে সামিল হয়েছিলেন।

এদিকে, সংখ্যালঘুদের উপরে এই হামলার ঘটনার নিন্দা করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুস। এই হামলাকে ‘ঘৃণ্য’ বলে উল্লেখ করে তিনি বলেন, দেশে শান্তি ও আইন-শৃঙ্খলা ফেরানোই সবথেকে গুরুত্বপূর্ণ।  তিনি বলেন, “দেশ রক্ষা করতে হবে আপনাদের। কিছু পরিবারকে রক্ষা করতে পারছেন না? ওরা (সংখ্যালঘু) আমাদের ভাই। আমরা একসঙ্গে লড়েছি, আমরা একসঙ্গেই থাকব।”

আরও খবর পড়তে ডাউনলোড করুন Tv9 বাংলা অ্যাপ (Android/ iOs)