China: মার্কসবাদের বুলি আওড়েই ফের কুর্সিতে জিনপিং, লক্ষ্য বিশ্বের প্রথম আধুনিক সমাজতান্ত্রিক দেশ

China: লক্ষ্য বিশ্বের প্রথম আধুনিক সমাজতান্ত্রিক দেশ, ফের চিনের মসনদে বসে ‘মার্কসবাদে’ শান জিনপিংয়ের।

China: মার্কসবাদের বুলি আওড়েই ফের কুর্সিতে জিনপিং, লক্ষ্য বিশ্বের প্রথম আধুনিক সমাজতান্ত্রিক দেশ
Follow Us:
| Edited By: | Updated on: Oct 19, 2022 | 8:20 AM

বেজিং: লক্ষ্য ২০৫০। তারমধ্যেই আমেরিকাকে ছাপিয়ে বিশ্বের এক নম্বর অর্থনীতির দেশ (number one economy in the world) হতে চাইছে চিন। তবে তার জন্য যে সামাজিক ও রাজনৈতিক ‘ভোলবদলের’ প্রয়োজনে রয়েছে তাই যেন চিনের কমিউনিস্ট পার্টি (সিপিসি)-র বিংশতম সম্মেলেনে বোঝাতে চাইলেন চিনা প্রেসিডেন্ট শি জিনপিং (Chinese President Xi Jinping)। আর এ ক্ষেত্রে মার্কসবাদী দর্শনকে (Marxist Philosophy) হাতিয়ার করেই সমাজতন্ত্রের নয়া পাঠ শোনা গেল জিনপিংয়ের মুখে। সহজ কথায় মাও সেতুংয়ের আমলটি ছিল যুদ্ধোত্তর এক দেশের মাথা উঁচু করে দাঁড়ানোর সময়। সেখানে শি জিনপিংয়ের সময়ে দেশের অভ্যন্তরীণ ক্ষেত্রে ঐক্য ও জনগণের নানাবিধ সামাজিক চাহিদা পূরণের পাশাপাশি সুচিকিৎসা, যুগোপযোগী শিক্ষাব্যবস্থা চালু, সামাজিক বৈষম্য থেকে দারিদ্র্য দূরীকরণ সহ একাধিক সামাজিক পরিবর্তনের ক্ষেত্র প্রস্তুত হয়েছে। 

এ কথা মাথায় রেখেই যেন জনবান্ধব সরকার গড়তে ফের একবার মার্কসের শরনাপন্ন হলেন জিনপিং।  প্রসঙ্গত, ১০ বছর ধরে চিনের কমিউনিস্ট পার্টি ও দেশের শীর্ষ পদে রয়েছেন শি জিনপিং। সাধারণত নির্দিষ্ট মেয়াদ শেষে দলের প্রেসিডেন্ট পদ ছেড়ে দেওয়াই সে দেশের কমিউনিস্ট পার্টির নিয়ম। কিন্তু, জিনপিংয়ের ক্ষেত্রে যেন নিজ হাতযশেই সেই নিয়ম খাটল না। ৩ দশকের সেই নিয়ম  ভেঙে ফের দল ও দেশের সর্বোচ্চ পদে ফিরছেন জিনপিং। যদিও তাতে সিঁদুরে মেঘ দেখছেন বর্হিবিশ্বের একটা বড় অংশের দেশের রাষ্ট্রনেতারা। আন্তর্জাতিক রাজনীতির ময়দানে জিনপিংয়ের ‘একাধিপত্যে’ বরাবরই সিঁদুরে মেঘ দেখেছে আমেরিকার মতো দেশগুলি। এবার সেই জিনপিংয়ের কুক্ষিগত ক্ষমতায় খানিকটা হলেও অস্বস্তিতে আমেরিকা-ভারত। 

সিপিসি-র বিংশতম সম্মেলেনের শুরুতেই জিনপিংকে বলতে শোনা যায়,  “আজ থেকে, চিনের কমিউনিস্ট পার্টির (সিপিসি) মুখ্য কাজই হবে চিনকে একটি মহান আধুনিক সমাজতান্ত্রিক দেশ (World’s First Modern Socialist Country) হিসাবে গড়ে তোলা। আমাদের প্রধান কাজই হবে চিনের সকল জাতিগোষ্টীর মানুষকে একজোট করার চেষ্টা করা। আমাদের দেশ ও জাতির সমৃদ্ধি এই রাস্তাতেই আরও বাড়বে। আমাদের দেশের ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের ভীত দাঁড়িয়ে রয়েছে এই মার্কসবাদের সত্যতার উপর।” তবে এ ক্ষেত্রে সিপিসি-র অতীতের দর্শনেরও সমালোচনাও করেন জিনপিং। বিগতদিনে মার্কসবাদী দর্শনকে বাস্তবিক ক্ষেত্রে উপেক্ষা করার খেসারতও যে বারবার দিতে হয়েছে তাও এবারের সম্মেলনে মনে করাতে ভোলেননি তিনি।