Bizarre: বিয়ের শুরুর আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে কনে! মাথায় হাত বরের

Wedding Called off: ভারতের বিভিন্ন রাজ্যেও সাম্প্রতিক অতীতে বিয়ে ভাঙার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছিল। মধ্য প্রদেশে বিয়ে করতে এসেছিলেন বর।

Bizarre: বিয়ের শুরুর আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে কনে! মাথায় হাত বরের
প্রতীকী ছবি
Follow Us:
| Edited By: | Updated on: Dec 29, 2022 | 4:05 PM

ঘানা: বিয়ে ঠিক হয়ে গিয়েছে। নিমন্ত্রণও সারা। বর-কনের বিয়ে আর কিছুক্ষণ পরেই। নতুন জীবন শুরু করতে এগোলেও পুরনো প্রেমিককে ভুলতে পারেননি কনে। বিয়ের দিনই ফোন করেন প্রাক্তন প্রেমিক। দেখা করার পরিকল্পনাও হয় তাঁদের মধ্যে। সেই মতো বিয়ের কিছুক্ষণ আগে কনের সাজেই প্রাক্তন প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন কনে। এর মধ্যে বিয়ের অনুষ্ঠান শুরুর সময় হয়ে গিয়েছে। কিন্তু কনের দেখা নেয়। হইহই কাণ্ড তখন বিয়ে বাড়ি জুড়ে। বরও তখন চিন্তিত। তার পর জানা গেল প্রাক্তন প্রেমিকের সোহাগ পেতে তাঁর সঙ্গে দেখা করতে গিয়েছেন স্ত্রী। এর পর অবশ্য আর সেই বিয়ে হয়নি। অপমানিত পাত্র বিয়ে ভেঙে দেন। চলে আসেন সেখানে থেকে। সম্প্রতি এ রমকই ঘটনা ঘটেছে আফ্রিকার দেশ ঘানায়। ঘানার কাসোয়া শহরে ঘটেছে এই ঘটনা। ঘটনার একটি ভিডিয়ো ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ঘটনা নিয়ে বিভিন্ন মন্তব্যও করেছেন নেটিজেনরা।

বিয়ের আগে প্রাক্তন প্রেমিকের সঙ্গে ওই কনে দেখা করতে গিয়েছিলেন। সে জন্যই বিয়ে ভেঙে যায় তাঁর। প্রাক্তনের থেকে মন না সরা যুবতীকে বিয়ে করতে চাননি ঘানার ওই যুবক। তবে বিয়ে ভাঙার ঘটনা এই প্রথম নয়। বিভিন্ন কারণে বিভিন্ন প্রান্তে বিয়ে ভেঙে যায়। তার মধ্যে অনেক অদ্ভূত কারণও থাকে।

ভারতের বিভিন্ন রাজ্যেও সাম্প্রতিক অতীতে বিয়ে ভাঙার বেশ কয়েকটি ঘটনা সামনে এসেছিল। মধ্য প্রদেশে বিয়ে করতে এসেছিলেন বর। কিন্তু তিনি বিয়ে করতে এসেছিলেন মত্ত অবস্থায়। এতটাই মত্ত ছিলেন তিনি যে দাঁড়িয়ে থাকার অবস্থাও ছিল না। বরযাত্রীরা তাঁকে কোনও মতে নিয়ে এলেও। বিয়ের মণ্ডপেই দাঁড়িয়ে লুটিয়ে পড়ছিলেন মাটিতে। এ দেখে বিয়ে ভেঙে দেন কনে। আবার সস্তা লেহঙ্গা কিনে দেওয়ার জন্য বিয়ে ভেঙেছিলেন উত্তরাখণ্ডের এক কনে। ১০ হাজার টাকার লেহঙ্গাও পছন্দ হয়নি তাঁর।