Turkey Vessel: বিশাল জাহাজ থেকে চলছিল মাল ‘আনলোডিং’-এর কাজ! সেই সময় এমন কাণ্ড ঘটল, দেখুন ভিডিয়ো
তুরস্কের পরিবহণ ও পরিকাঠামো মন্ত্রক পরবর্তী সময়ে টুইটারে জানিয়েছে, পণ্যবাহী ওই জাহাজটি থেকে ২৪টি কন্টেনার সমুদ্র তলিয়ে গিয়েছে এবং জাহাজে ছোট একটি তেল লিকের হদিশও মিলেছে।
রেডিটে ছড়িয়ে পড়া ভিডিয়ো থেকে দেখা গিয়েছে, বন্দেরর বিশেষ ট্রাক ওই পণ্যবাহী জাহাজ থেকে বন্দের মাল নামচ্ছিল, সেই সময়ই জাহাজটি ডুবে যায়। জাহাজের সামনে দাঁড়িয়ে থাকা বন্দররে কর্মীরা বিকট আওয়াজ পেয়েই সেখান থেকে সরে দাঁড়ান। জাহাজটি জলে ডুবে যাওয়ার সময় সেখানে উপস্থিত বন্দরের কর্মীরা হতবাক হয়ে গিয়েছিলেন।
তুরস্কের পরিবহণ ও পরিকাঠামো মন্ত্রক পরবর্তী সময়ে টুইটারে জানিয়েছে, পণ্যবাহী ওই জাহাজটি থেকে ২৪টি কন্টেনার সমুদ্র তলিয়ে গিয়েছে এবং জাহাজে ছোট একটি তেল লিকের হদিশও মিলেছে। সৌভাগ্যবশত ডুবন্ত জাহাজের কর্মরত কর্মী ও খালাসিরা সফলভাবে সেখানে থেকে বেরিয়ে আসতে পেরেছেন এবং কারও কোনও রকমে চোট আঘাত লাগেনি। পরবর্তীকালে সরকারের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে যে জাহাজটিতে ভারসাম্যগত সমস্যা ছিল। তুরস্ক বন্দর কর্তৃপক্ষ এই দুর্ঘটনার কারণ খুঁজে বের করতে তদন্তে নেমেছে। ইতিমধ্যেই জ্বালানি ও ডুবে যাওয়া কন্টেনার উদ্ধারের চেষ্টা চালানো হচ্ছে।